কলকাতা: আর জি করকাণ্ডে তোলপাড় গোটা রাজ্য। এই আবহে, কষ্টার্জিত বেতন নিয়ে প্রশ্ন তুলে, আন্দোলনকারী চিকিৎসকদের তীব্র কটাক্ষ করলেন কাঞ্চন মল্লিক। তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক বললেন, ''যাঁরা কর্মবিরতি করছেন, শাসকদলের বিরুদ্ধে বলছেন, তাঁরা সরকারি বেতনটা নিচ্ছেন তো? না নিচ্ছেন না? সরকারি ক্ষেত্রে যে বোনাস হয়, সেটা নেবেন তো? না নেবেন না?'' আর এই মন্তব্য়ের জেরে টলিউডের অনেকেই কাঞ্চনের তীব্র সমালোচনা করেছেন।


কী বলেছিলেন কাঞ্চন? 



"অনেকেই শুনছি, দুর্গাপুজোর অনুদান নেবেন না বলেছেন। সেটা তাঁদের ব্যক্তিগত মতামত। ব্যক্তিগত সিদ্ধান্ত। ভাল। তা যাঁরা কর্মবিরতি করছেন, শাসকদলের বিরুদ্ধে বলছেন, তাঁরা সরকারি বেতনটা নিচ্ছেন তো না নিচ্ছেন না? মানে আমার প্রশ্ন। বোনাস যে হয় সরকারি ক্ষেত্রে সেটা নেবেন তো? না নেবেন না? মানে আমি এমনি প্রশ্ন।" 



আর জি কর মেডিক্যাল কলেজে তরুণী চিকিৎসককে খুন ধর্ষণের ঘটনায় গর্জে উঠেছে গোটা দেশ। দিনবদলের দাবিতে রবিবার রাত জেগেছে ধর্মতলা। সোমবার সকাল হতেই ফের রাজপথে ভিড় জমিয়েছে হাজার হাজার মানুষ। লক্ষ কণ্ঠে একই স্বর, জাস্টিস ফর আর জি কর।


এই প্রেক্ষাপটেই, তৃণমূল বিধায়ক ও অভিনেতা কাঞ্চন মল্লিকের প্রতিবাদীদের উদ্দেশে কটাক্ষ ঘিরে তীব্র বিতর্ক শুরু হয়েছে।


অভিনেত্রী তনিমা সেন বলেন, 'কাঞ্চন কী করে এত মোটামাথার হয়ে গেল। বোকা হয়ে গেল আমি কিছুতেই বুঝতে পারছি না। এই কাঞ্চনকেই কিন্তু আমি একসময় দেখেছি তৃণমূল আসার আগে কাঞ্চন তখন কী ল্যাকপ্যাকে চেহারা নিয়ে হম্বিতম্বি করে সিপিএম-এর কথা বলত।' 



চিকিৎসকের সুবিচারের দাবিতে আন্দোলনরত অভিনয় জগতের সতীর্থদের একাংশকেও একহাত নিয়েছেন কাঞ্চন মল্লিক। তিনি বলেছেন, 'আচ্ছা ধরুন যাঁরা বলছেন, এই আমাদের সহকর্মী এই চারিদিক থেকে, তাঁরা যাঁরা সরকারি পুরস্কার বা ইত্যাদি নিয়েছিলেন, তাঁরা ফেরত দেবেন? বলুন ফেরত দিয়ে দিচ্ছি।' 


কাঞ্চন মল্লিকের এই মন্তব্যের বিরোধিতায় এককাট্টা হয়েছেন টালিগঞ্জের অভিনেতা-অভিনেত্রীদের একাংশ। কাঞ্চন মল্লিকের সঙ্গে নাটক বন্ধ করার ঘোষণা করে অভিনেতা সুজন মুখোপাধ্যায় ওরফে নীল। 


অন্যদিকে, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, 'কাঞ্চন মল্লিকের মতো লোকেরা, যাদের রাজনীতিতে আসা উচিত নয়। রাজনীতিকে যারা মনে করে অর্থ উপার্জনের বিকল্প উপায়, ভুল করে চলে এসেছেন। উনি এসব কথা না বলে, আবার আরেকটা কবে বিয়ে করবেন সেই বিষয়ে মনোনিবেশ করা ভাল।' 



আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে