Weight Loss Tips: ওজন কমাতে নিয়মিত প্রচুর কসরত করছেন? জিম, যোগাসন, ফ্রি-হ্যান্ড একসারসাইজ বাদ দিচ্ছেন না কিছুই? সেই সঙ্গে চলছে কড়া ডায়েটও অর্থাৎ খাওয়া-দাওয়ায় নিয়ন্ত্রণ? অথচ এত কিছু না করলেও চলবে। প্রতিদিনের জীবনযাত্রায় বেশ কয়েকটি নিয়ম মেনে চললেই হাতেনাতে ফল পাবেন আপনি। ওজন কমবে দ্রুত গতিতে। 


ওজন কমাতে দৈনন্দিন জীবনশৈলীতে কী কী নিয়ম অতি অবশ্যই মেনে চলবেন দেখে নিন 



  • প্রতিদিন সঠিক পরিমাণে জল খাওয়া প্রয়োজন। এর ফলে খাবার ঠিকভাবে হজম হবে। শরীরের ভিতর জমে থাকা যাবতীয় দূষিত পদার্থ অর্থাৎ টক্সিন বেরিয়ে যাবে। এছাড়াও আপনার শরীর হাইড্রেটেড থাকবে। জলের ঘাটতি হবে না, ডিহাইড্রেশনের সমস্যা দেখা যাবে না। এর পাশাপাশি ওজন নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করে এই অভ্যাস। তাই প্রতিদিন সঠিক পরিমাণে জল খাওয়া জরুরি। 

  • অসময়ে খাবার খাবেন না। অনেকক্ষণ সময় পরে পরে খাবার খাবেন না। উপোস করে আদতে ওজন কমে না। কিংবা না খেলেও আপনার ওজন কমবে না বরং বাড়বে। দীর্ঘক্ষণ খালি পেটে থাকলে ওজন বাড়ে। এছাড়াও দেখা দেয় গ্যাসের সমস্যা। অতএব খাবার খেতে হবে। পেট খালি রাখলে চলবে না। সকালের জলখাবার কোনওভাবেই বাদ দেবেন না। আর একসঙ্গে অনেকটা খাবার খেয়ে পেট ভর্তি করা যাবে না। ওজন নিয়ন্ত্রণে রাখার মূল মন্ত্র বারে বারে অল্প অল্প পরিমাণে খাবার খেতে হবে। 

  • জাঙ্ক ফুড, ভাজাভুজি বা ডিপ ফ্রাই করা খাবার এড়িয়ে চলুন। এগুলি অত্যধিক হারে ওজন বাড়ায়। সারাদিন আপনার পাতে এমন খাবার রাখুন যেগুলি স্বাস্থ্যকর, পেট ভরিয়ে রাখবে বেশিক্ষণ, পুষ্টির জোগান দেবে সঠিক মাত্রায় আর ওজন নিয়ন্ত্রণে রাখবে। মাঝে মাঝে স্বাদ বদল করতে অবশ্যই নিজের মনের পছন্দ মতো খাবার খাওয়া উচিত। তবে সেটা প্রতিদিনের অভ্যাস করে ফেলবেন না। তাহলেই বাড়বে ওজন। 

  • প্রতিদিন সঠিকভাবে ঘুমাতে হবে রাতে। আসলে রাতে ঘুম ঠিকভাবে না হলে অনেকেই মাঝরাতে ফ্রিজ খুলে এটা ওটা খেতে বসেন। একে বলে মিডনাইট স্ন্যাকিং। রাত জাগার অভ্যাস থাকলেও এই প্রবণতা দেখা যায়। মিডনাইট স্ন্যাকিংয়ে মনে ইচ্ছেমতো খাবার খেলে হজমশক্তির বারোটা বাজবেই। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে ওজন। শরীরে দেখা দেবে আরও একাধিক সমস্যা। তাই এই অভ্যাস থেকে নিজেকে বিরত রাখুন। 


আরও পড়ুন- অস্বাভাবিক ঘাম হচ্ছে, সারাদিন ঝিমাচ্ছেন, কোন রোগের ইঙ্গিত? 


ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।