কলকাতা: আর জি কর মেডিক্যালে ধর্ষণ, খুনের ঘটনা, সমাজের সর্বস্তরে প্রতিবাদের ঝড় তুলেছে। প্রতিবাদস্বরূপ রাজ্য সরকারের দেওয়া পুজো অনুদান না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে একাধিক পুজো কমিটি। প্রতিবাদের ঝড় উঠেছে সব মহলেই। যোগ দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চও। এবার এই আবহে সরকারি কর্মীদের নিশানা করলেন উত্তরপাড়ায় তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক।                                                                             

  


এদিন কোন্নগরের তৃণমূল আয়োজিত ধর্নামঞ্চ থেকে কাঞ্চন মল্লিক বলেন, 'অনেকে দুর্গাপুজোর অনুদান নেবেন না বলেছেন, সেটা তাঁদের ব্যক্তিগত সিদ্ধান্ত। যাঁরা কর্মবিরতি করছেন শাসকদলের বিরুদ্ধে, তাঁরা সরকারি বেতন, বোনাস নেবেন তো? সরকারি পুরস্কার ফেরত দেবেন তো ?'।                                                              



যদিও তৃণমূল বিধায়কের এই মন্তব্য নিয়ে পাল্টা মন্তব্য করেছে সংগ্রামী যৌথ মঞ্চ। তাঁদের তরফে বলা হয়, 'নিজেই হাসির খোরাক হচ্ছেন কাঞ্চন মল্লিক। সরকার তো আন্দোলনকে বেআইনি ঘোষণা করেনি, কাঞ্চন মল্লিকের কি যোগ্যতা আছে এই প্রশ্ন তোলার'। 


আরও পড়ুন, আর জি কর-কাণ্ডে রাজপথে প্রতিবাদের ঢেউ, ধর্মতলায় রাতভর ধর্নায় নাগরিক সমাজ


আর জি কর কাণ্ডের প্রতিবাদে একাধিক পুজো কমিটি জানিয়েছে যে ঘটনা ঘটেছে বিচার না পেলে টাকা নেওয়া সম্ভব নয়। সামনের বছর বাদ পড়লে পড়বে। আগে তো টাকা দিতেন না তখনও পুজো হত। এও বলা হয়েছে, বর্তমান রাজ্য সরকার মা-কে নিয়ে আসার জন্য ৮৫ হাজার টারা দিচ্ছে। কিন্তু বিসর্জনের জন্য দেওয়া হচ্ছে দশ লাখ টাকা। প্রতিবাদ শুধু পুজো অনুদানেই আটকে নেই। রাজ্য সরকারের দেওয়া অনুদান প্রত্যাখ্যান করেছে মালদার একটি নাট্যদল। রাজ্য সরকারের দেওয়া বঙ্গরত্ন ফেরানোর সিদ্ধান্ত নিয়েছেন আলিপুরদুয়ারের সাহিত্যিক পরিমল দে।



আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে