কলকাতা: নাগরিক সমাজের ডাকে, মহামিছিল, ধর্মতলায় পৌঁছনোর পরই, উদ্যোক্তারা ঘোষণা করেন, ভোর ৪টে অবধি ধর্না অবস্থান করবেন তাঁরা। সেই মতো, রানি রাসমণি অ্যাভিনিউতে শুরু হয় ধর্না অবস্থান। অবস্থানে সামিল হন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়, সোহিনী সরকার, বিদীপ্তা চক্রবর্তী, দেবলীনা দত্তরা। 'আমরা শেষ দেখেই ছাড়ব', এই দাবি নিয়েই রাত জাগবেন তাঁরা। 


এও জানান হয়েছে যতক্ষণ না পর্যন্ত প্রশাসন এসে তাঁদের সঙ্গে কথা বলবে, ততক্ষণ জেগে থাকবেন তাঁরা। এদিন কলেজ স্কোয়ার থেকে নাগরিক সমাজের মিছিল শুরু হয়। শেষ হয় ধর্মতলায়। সেখানেই পথে ধর্নায় বসেন তাঁরা।  


এর আগে এই মিছিলে ছিলেন অপর্ণা সেন, বাদশা মৈত্র, সাহেব চট্টোপাধ্যায়রা। 


অন্যদিকে, এদিন গোলপার্ক থেকে কালো পোশাকে, মৌন মিছিল করলেন রামকৃষ্ণ মিশনের প্রাক্তন পড়ুয়ারা। উত্তর থেকে দক্ষিণ, রবিবারের দুপুরে শহর জুড়ে মিছিল ছিল। ভবানীপুর থেকে মিছিল নিয়ে বেরোন ডায়োসেশান গার্লস হাইস্কুলের প্রাক্তনীরা। 


প্রসঙ্গত, সাধারণ মানুষের পাশাপাশি মিছিলে পা মেলান বহু তারকা। এদিন অভিনেত্রী অপর্ণা সেন বলেন, 'প্রতিকার তো সাধারণ মানুষ চাইবে। সাধারণ মানুষ, সাধারণ নাগরিক, আমাদের তো একটা অধিকার আছে, আমরা তো করদাতা, আমরা কেন আমাদের দাবি ছাড়ব? এটা একটা অত্যন্ত পশ্চাৎমুখী পদক্ষেপ। এটা আমরা মানব না। যদি দরকার হয় পথে নামব'।                                                                       


আরও পড়ুন, '১০টা ১০ মিনিটে পুলিশ রিপোর্ট আর দুপুর পৌনে ১টায় মৃত ঘোষণা কীভাবে?' প্রশ্ন তুললেন RG Kar- এর চিকিৎসক


অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের কথায়, 'CBI এতদিন ধরে যে তদন্ত করছে, আপডেটটা তো আসা উচিত। ভেবেছিল বোধহয় ওই ২-৪ দিন সবাই চিৎকার চেঁচামেচি করবে, সোশাল মিডিয়ায় সোচ্চার হবে, তারপরে ব্যাপারটা মিশে যাবে। কিন্তু আমার মনে হয় না, এটা নিয়ে এত দৃঢ় পদক্ষেপ নেওয়া হচ্ছে, আমার মনে হয় না এইবারে আমাদের টলানোটা খুব সহজ হবে।' 



আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে