জলপাইগুড়ি: ফাঁসিদেওয়ার কাছে শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির ধাক্কা। লাইনচ্যুত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনের ৩টি কামরা। অন্তত ৬ জনের মৃত্যু, আহত ৪১ জন। ফিরল করমণ্ডলের স্মৃতি, মালগাড়ির ইঞ্জিনের উপরে উঠে গেল কাঞ্চনজঙ্ঘার বগি। লাইন থেকে ছিটকে গেল আরও একটি বগি। একই লাইনে কী করে এল দুটি ট্রেন, উঠছে প্রশ্ন। 


এদিকে, দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের যাত্রীদের বিভিন্ন ঠিকানায় পৌঁছে দিতে বাসের ব্যবস্থা করা হয়েছে, জানিয়েছেন উত্তরবঙ্গ পরিবহণ নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের এই দুর্ঘটনার প্রভাব পড়েছে উত্তরবঙ্গে রেল পরিষেবায়। মালদা টাউন স্টেশনে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিল কলকাতা থেকে নিউ জলপাইগুড়িগামী বন্দে ভারত এক্সপ্রেস। আরও বেশ কয়েকটি ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে। রেলের তরফে মালদায় হেল্প লাইন নম্বরও চালু করা হয়েছে। 



আগরতলা থেকে শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ভয়াবহ দুর্ঘটনায় যাত্রীদের উদ্ধারে বাসের ব্যবস্থা করল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা। চেয়ারম্যান পার্থপ্রতিম রায় জানিয়েছেন, দুর্ঘটনাস্থলে ১০টি সরকারি বাস পাঠানো হয়েছে। শিলিগুড়ি-কলকাতা রুটের আরও কয়েকটি বাসকে কাজে লাগানো হবে।  


শিলিগুড়ির ফাঁসিদেওয়ায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। কলকাতাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির ধাক্কায় ৫ জনের মৃত্যু হয়েছে। আহত অন্তত ৩০ জন। রেলের তরফে চালু করা হয়েছে হেল্পলাইন।


শিয়ালদা স্টেশনের হেল্পলাইন নম্বরগুলি হল - 033-23508794, 033-23833326. 
হাওড়া স্টেশনের হেল্পলাইন নম্বর 033-26413660, 033-26402242, 03326402243. 
উত্তর দিনাজপুরের আলুয়াবাড়ি রোড স্টেশনের ইমার্জেন্সি নম্বর 8170034235,
ডালখোলা স্টেশনের ইমার্জেন্সি নম্বর 8170034228.
কিষাণগঞ্জ স্টেশনের ইমার্জেন্সি নম্বর 7542028020, 06456-226795
অসমের গুয়াহাটি স্টেশনের হেল্পলাইন নম্বর 03612731621, 03612731622, 03612731623. 
নিউ বঙ্গাইগাঁও স্টেশনের হেল্পলাইন নম্বর 9435021417, 9287998179.


দার্জিলিং জেলার ফাঁসিদেওয়ায় মর্মান্তিক ট্রেন দুর্ঘটনার খবরে শোকাহত মমতা বন্দ্যোপাধ্যায়। সোশাল মিডিয়া পোস্টে তিনি লিখেছেন, একটি মালগাড়ি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ধাক্কা মেরেছে। বিস্তারিত তথ্যের অপেক্ষায় আছি। উদ্ধারকাজ এবং চিকিৎসা সহায়তার জন্য জেলাশাসক, পুলিশ সুপার, চিকিৎসকরা, অ্যাম্বুল্যান্স ও বিপর্যয় মোকাবিলা বাহিনীকে  ঘটনাস্থলে পাঠানো হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনা নিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।                                                                                                            


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে