আবির দত্ত, জলপাইগুড়ি: ফিরল ১ বছর আগের মর্মান্তিক স্মৃতি। আবারও ভয়াবহ রেল দুর্ঘটনার খবর (Train Accident)। রবিবারের সকালে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস (Sealdah Kanchanjungha Express)। ফাঁসিদেওয়ার কাছে পিছন থেকে ধাক্কা দিল মালগাড়ি। সঙ্গে সঙ্গে লাইনচ্যুত হয়ে যায় ৩টি বগি। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা অন্তত ৬। আহত এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, অন্তত ৪১। ঘটনাস্থলে পৌঁছন দার্জিলিঙের (Darjeeling) সাংসদ রাজু বিস্তা (Raju Bista)।
ফাঁসিদেওয়ার আগে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, ঘটনাস্থলে দার্জিলিঙের সাংসদ
এদিন দুর্ঘটনাস্থলে পৌঁছন দার্জিলেঙের সাংসদ রাজু বিস্তা। তিনি বলেন, 'যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক। আপনারা দেখতেই পাচ্ছেন যে অত্যন্ত দ্রুততার সঙ্গে প্রশাসনের উদ্ধারকারী দল, NDRF, STRF কাজ করছে। আমরা কেউই চাই না এমন ঘটনা ঘটুক, আমার মনে হয় সকলের একটু ধৈর্য্য ধরা উচিত। এখন আমাদের উদ্ধারকারী দলকে কাজ করতে দেওয়া উচিত। ২ ডজনের বেশি অ্যাম্বুলেন্স এসেছে। বৃষ্টিও পড়ছে, আবহাওয়াও ভাল নয়। ফলে ওঁদের কাজ করতে দেওয়া উচিত ওঁদের মতো করে। যে ঘটনা ঘটেছে, কোথাও না কোথাও গিয়ে গাফিলতি হয়েছে। কী হয়েছে, কোথায় গাফিলতি, সবটাই তদন্ত হবে। এরপরে সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। লাগাতার যোগাযোগ রেখেছেন রেলমন্ত্রী। খোঁজ নিয়ে চলেছেন সকাল থেকে।'
মাত্র ১ বছরের ব্যবধান। ফিরল করমণ্ডলের স্মৃতি। মালগাড়ির ধাক্কায় ইঞ্জিনের উপর উঠে গেল কাঞ্জনজঙ্ঘা এক্সপ্রেসের বগি। ফের একই লাইনে কীভাবে উঠল দুই ট্রেন? উঠছে একাধিক প্রশ্ন। শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির ধাক্কা। পিছনের দুটি কামরা লাইনচ্যুত হয়ে দুমড়ে মুচড়ে যায়। একটি কামরা আরেকটি কামরার ওপর উঠে গিয়েছে। আগরতলা থেকে কলকাতায় যাচ্ছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। সকাল পৌনে ৯টা নাগাদ দার্জিলিঙের রাঙাপানি স্টেশন পেরোতেই নিজবাড়ি ও চটেরহাট স্টেশনের মাঝে ফাঁসিদেওয়ার নির্মলজোত এলাকায় ট্রেনের পিছনে মালগাড়ি ধাক্কা মারে। যাত্রী বোঝাই ট্রেনের দুটি কামরা পুরোপুরি উল্টে যায়। সিগন্যাল-বিভ্রাটে দুর্ঘটনা কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে। প্রাথমিকভাবে স্থানীয়রাই উদ্ধারকাজে হাত লাগান। উত্তর-পূর্ব ভারতের সঙ্গে রেল-যোগাযোগ ব্যাহত।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।