কলকাতা: শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির ধাক্কা, ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় একাধিক প্রশ্নের মুখে ভারতীয় রেল। বারবার রেল দুর্ঘটনার দায় কার? করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার পরেও কেন শিক্ষা নিল না রেল? মালগাড়িতে কেন ছিল না অ্যান্টি কলিশন ডিভাইস ? এখনও কেন বসানো গেল না 'কবচ'? কী করে একই লাইনে চলে এল দুটি ট্রেন? ভাড়া বাড়ছে দূরপাল্লার ট্রেনের, যাত্রী সুরক্ষা কোথায়? উঠে এসেছে একের পর এক প্রশ্ন।


ঠিক কী হয়েছিল ?


শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির ধাক্কা। পিছনের দুটি কামরা লাইনচ্যুত হয়ে দুমড়ে মুচড়ে যায়। একটি কামরা আরেকটি কামরার ওপর উঠে গিয়েছে। আগরতলা থেকে কলকাতায় যাচ্ছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। সকাল পৌনে ৯টা নাগাদ দার্জিলিঙের রাঙাপানি স্টেশন পেরোতেই নিজবাড়ি ও চটেরহাট স্টেশনের মাঝে ফাঁসিদেওয়ার নির্মলজোত এলাকায় ট্রেনের পিছনে মালগাড়ি ধাক্কা মারে। যাত্রী বোঝাই ট্রেনের দুটি কামরা পুরোপুরি উল্টে যায়। সিগন্যাল-বিভ্রাটে দুর্ঘটনা কি না, তা নিয়ে উঠছে প্রশ্ন। 


একই লাইনে কী করে এল দুটি ট্রেন ?


ফিরল করমণ্ডলের স্মৃতি, মালগাড়ির ইঞ্জিনের উপরে উঠে গেল কাঞ্চনজঙ্ঘার বগি। লাইন থেকে ছিটকে গেল আরও একটি বগি। একই লাইনে কী করে এল দুটি ট্রেন, উঠছে প্রশ্ন। সিগন্যাল মানেননি মালগাড়ির চালক, প্রাথমিক অনুমান রেল বোর্ডের। শেষ অবধি পাওয়া খবরে, মৃতের সংখ্যা লাফিয়ে বাড়ছে। আহতের সংখ্যাও বহু। প্রিয়জনকে দেখতে পেয়ে, দুর্ঘটনাস্থলে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়েছেন অনেকেই। রেল পরিষেবা নিয়ে ক্ষোভ প্রকাশ করে তুলেছেন প্রশ্ন।  


আরও পড়ুন, রেল দুর্ঘটনায় প্রিয়জনদের হারানো পরিবারদের প্রতি সমবেদনা প্রধানমন্ত্রীর, 'আহতরা দ্রুত সুস্থ হোক..'


বিস্তারিত আসছে..