কলকাতা: ফাঁসিদেওয়ার কাছে মর্মান্তিক রেল দুর্ঘটনায় ( Kanchanjunga Express Accident ) শোকপ্রকাশ করে ট্যুইট করলেন প্রধানমন্ত্রী মোদি (PM Modi)।  সোমবার ফাঁসিদেওয়ার কাছে শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির ধাক্কায় ইতিমধ্যেই একাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে। আহতর সংখ্যাও কম নয়। প্রধানমন্ত্রী বলেছেন, 'পশ্চিমবঙ্গে ঘটে যাওয়া এই রেল দুর্ঘটনা দুঃখজনক।' প্রিয়জনদের হারানো পরিবারগুলিকে সমবেদনা জানিয়েছেন মোদি। আহতদের দ্রুত আরোগ্যকামনায় 'প্রার্থনা' জানিয়েছেন প্রধানমন্ত্রী। রেলের শীর্ষ অফিসারেরা যাবতীয় পরিস্থিতি খতিয়ে দেখছেন। ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে তৎপরতার সহিত উদ্ধারকার্য চালানো হচ্ছে। ইতিমধ্যেই দুর্ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈঞ্চব, বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।






আরও পড়ুন, 'ভোট পরবর্তী হিংসা মমতার সরকারের জন্মগত স্বভাব', আক্রান্তদের দেখতে কোচবিহারে BJP-র কেন্দ্রীয় টিম


(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।