প্রকাশ সিনহা, কলকাতা: কাঁকুড়গাছিতে বিজেপি কর্মী খুন, কোর্টে ভর্ৎসিত সিবিআই। '৪ বছরে কাউকে গ্রেফতারের কোনও চেষ্টা করেছেন? ৪ বছরে কাউকে গ্রেফতারের প্রয়োজন মনে করেছিলেন?', বিজেপি কর্মী অভিজিৎ সরকার-হত্যা মামলায় প্রশ্ন আদালতের।

আরও পড়ুন, 'AI দিয়ে বানানো আমার অশ্লীল ছবি পাচার করেছে..', কসবাকাণ্ডের পর TMCP-র ছাত্রনেতাদের বিরুদ্ধে বিস্ফোরক রাজন্যা

এদিন যখন মামলায় শুনানি শুরু হয়, বিচারকের প্রশ্ন ছিল, আপনারা যে তদন্ত করে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিয়েছেন, আমি কেস ডাইরি দেখেছি। বিচারকের বক্তব্য হচ্ছে যে, যে তথ্য প্রমাণ সামনে রেখে আপনারা এই সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিয়েছেন, সেই তথ্যপ্রমাণ তো দুই বছর আগে পেয়েছিলেন। তাহলে কেন, চার বছর পর এই সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিয়েছেন ? প্রশ্ন বিচারকের। এদিন আদালতের তরফে, ১৮ জুলাই পরেশ, স্বপন, পাপিয়া-সহ ১৮জনকেই হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। তার মধ্যে সিবিআইকে সমন-চার্জশিটের কপি অভিযুক্তদের দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে  এদিন সিবিআই এর আইনজীবীর বক্তব্য ছিল, একমাস সময় লাগবে। সেটা শুনেই রীতিমত ক্ষুদ্ধ বিচারক। 

বেলেঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পাল, এবং তৃণমূলের ২ কাউন্সিলর স্বপন সমাদ্দার ও পাপিয়া ঘোষই শুধু নন কাঁকুড়গাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকারের খুনের মামলায় CBI-এর সাপ্লিমেন্টারি চার্জশিটে নাম রয়েছে ২ পুলিশ অফিসার ও ১ পুলিশ কর্মীর! চার্জশিটে নাম রয়েছে নারকেলডাঙা থানার তৎকালীন OC শুভজিৎ সেন,তৎকালীন সাব ইনস্পেক্টর রত্না সরকার এবং হোমগার্ড দীপঙ্কর দেবনাথের। তাঁদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশীদার বিষয়টি ধামা-চাপা দেওয়া, ও তথ্য়-প্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগ আনা হয়েছে। মৃত বিজেপি কর্মীর দাদা   বিশ্বজিত্‍ সরকার বলেন, নারকেলডাঙা থানার পুলিশ এবং এই MLA, কাউন্সিলররা মিলিতভাবে পুলিশ প্রশাসন ও রাজনৈতিক নেতারা মিলে, এতবড় সন্ত্রাস এখানে করেছিল।যেমন বলে গেছিল, ২ তারিখে যমদুয়ার পার হয়ে যাবে, সত্য়িই আমার ভাইকে যমদুয়ার পার করিয়েই দিল। তারা যে বলেছিল, আমাদের এখানে থাকতে দেবে না, মেরে ফেলবে, সেটা ২ তারিখে করল।

২০২১ সালের ২ মে বিধানসভা ভোটের ফল ঘোষণার দিনই খুন হন কাঁকুড়গাছির বাসিন্দা, বিজেপির শ্রমিক সংগঠনের সক্রিয় সদস্য অভিজিৎ সরকারের।কলকাতা হাইকোর্টের নির্দেশে এই ঘটনার তদন্তভার হাতে নেয় সিবিআই। খুনের মামলায় দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিটে তৃণমূল বিধায়ক পরেশ পাল, তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার এবং পাপিয়া ঘোষের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ এনেছে CBI. সেই চার্জশিটেই নাম রয়েছে নারকেলডাঙা থানার তৎকালীন OC শুভজিৎ সেন, তৎকালীন SI রত্না সরকার এবং হোমগার্ড দীপঙ্কর দেবনাথের। চার্জশিটে অভিযোগ করা হয়েছে, নারকেলডাঙা থানার তৎকালীন SI রত্না সরকার, নিহত অভিজিৎ সরকারের মাকে সাদা কাগজে সই করিয়েছিলেন।