বার্মিংহাম: বৃহস্পতিবার, ৩ জুলাই এজবাস্টন সাক্ষী থাকল শুভমন গিল-স্পেশালের। নব নির্বাচিত ভারতীয় অধিনায়ক নিজের দুরন্ত ব্যাটিং ফর্ম অব্যাহত রাখলেন। প্রথম টেস্টে তিনি ১৪৭ রানে আঊট হওয়ার পরেই ভারতীয় লোয়ার অর্ডার তাসের ঘরের মতো ভেঙেছিল। এই ম্যাচে সেই ভুল করলেন না শুভমন। নিজের শতরানের ইনিংস এগিয়ে নিয়ে গিয়ে তিনি যখন শেষমেশ থামলেন, তখন তাঁর নামের পাশে লেখা ২৬৯। তবে তা সত্ত্বেও শুভমনের বাবা কিন্তু সন্তুষ্ট নন।
ভারতীয় বোর্ডের তরফে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করা হয়েছে সেখানে শুভমন জানান তাঁর বাবা লখবিন্দর তাঁর ইনিংস দেখে অত্যন্ত গর্বিত, তবে সম্পূর্ণভাবে সন্তুষ্ট নন। ছেলে ট্রিপল সেঞ্চুরি মিস করায় তিনি খানিকটা হতাশ। ভিডিওতে শুভমনের বাবাকে ভিডিও কলে বলতে শোনা যায়, 'শুভমন বাবা, খুব ভাল খেলেছ। তোমার ব্যাটিংটা আমি খুব উপভোগ করেছি। এই ইনিংসটা আমায় অনেকটা শাস্তি দিয়েছে। তোমার অনূর্ধ্ব ১৬, অনূর্ধ্ব ১৯-র সময়ে তুমি এমনভাবে ব্যাট করতে। আমি অত্যন্ত গর্বিত। এভাবেই খেলে যাও। ঈশ্বর তোমার মঙ্গল করুক।'
এরপরেই গিল জানান, 'আমি পুলে রিকোভারির জন্য গিয়েছিলাম। ফিরে স্নানও সারি। এই বার্তাটা আমার জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ছোট থেকে বড় হওয়ার সময় আমি ক্রিকেটটা বাবার জন্যই খেলতাম। ওঁর জন্যই আমি খেলাটা শুরু করেছিলাম। বাবা ও আমার প্রিয় বন্ধু, ক্রিকেটের ক্ষেত্রে এই দুইজনের কথাকেই আমি সবথেকে বেশি গুরুত্ব দিই এবং শুনি। তাই বাবা এমনটা বলা আমার জন্য বিশেষ অনুভূতির। তবে ওঁ কিন্তু মাঝে আমায় এটাও মনে করিয়ে দেন যে আমি ট্রিপল সেঞ্চুরিটা মিস করেছি। আশা করছি আমরা এই ম্যাচটা ভালভাবে শেষ করতে পারব।'
গিলের অনবদ্য ইনিংসে ভর করে ভারতীয় দল প্রথম ইনিংসে মোট ৫৮৭ রান তোলে বোর্ডে। জবাব আকাশ দীপের দুই উইকেট ও মহম্মদ সিরাজের এক উইকেটে ৭৭ রান তোলে ইংল্যান্ড। ভারতীয় দল তৃতীয় দিনের শুরুর আগে ইনিংস ৫১০ রানে এগিয়ে রয়েছে। ইংল্যান্ডের হয়ে হ্যারি ব্রুক ও জো রুট ক্রিজে উপস্থিত রয়েছে। তৃতীয় দিনে এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশা করাই যায়।