আবীর দত্ত, কলকাতা: ১ দশকেও তথ্য প্রমাণ সংগ্রহে ব্যর্থ পুলিশ ! কড়েয়ার গণধর্ষণের ঘটনায় প্রমাণের অভাবে ৩ অভিযুক্তকেই বেকসুর খালাস দেওয়া হয়েছে। আরজিকর, কসবাকাণ্ড, জোকা IIM-র এর মতো ঘটনায় যখন গোটা রাজ্য তোলপাড়া, ঠিক তখনই খবর এল কড়েয়ার গণধর্ষণকাণ্ডে কোনও তথ্য প্রমাণই জোগাড় করতে পারেনি পুলিশ। এই যুক্তিতেই বহু সমালোচিত কড়েয়া গণধর্ষণের ঘটনায় ৩ অভিযুক্তকেই বেকসুর খালাস ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন , ভারী বৃষ্টিতে ভাসছে জেলা, 'ইচ্ছে মতো জল ছাড়ছে DVC..' ! জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর

২০১৪ সালে জুন মাসে, এই গণধর্ষণের ঘটনা ঘটেছিল। রুটি কিনতে বেরিয়েছিলেন এক মহিলা। এমন এক সময় তাঁকে গাড়িতে তুলে, বন্দুক দেখিয়ে 'গণধর্ষণ' করা হয়েছিল। এবং সেই মহিলা অন্য একটি ধর্ষণ মামলার তিনি কিন্তু সাক্ষী ছিলেন। যেকজন সাক্ষী ছিলেন, তার মধ্যে তিনি ছিলেন অন্যতম। তাঁর অভিযোগ ছল, তাঁকে গাড়িতে তুলে আগ্নেয়াস্ত্র দেখিয়ে গণধর্ষণ করা হয়েছিল। এই মামলার পরিপ্রেক্ষিতে, শাহজাদা বক্স, জামাল-উর-রহমান, আকবর খান মোট তিনজনকে গ্রেফতার করা হয়েছিল। এই তিনজনের মধ্যে শাহজাদা বক্সের নামে এর আগেও অভিযোগ ছিল। আজ মামলার সাজা ঘোষণার দিন ছিল। কিন্তু সেখানে আদালতের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, পুলিশ উপযুক্ত তথ্যপ্রমাণ সংগ্রহ করে আদালতে পেশ করতে পারেনি। যে গাড়ির কথা বলা হয়েছিল, সেই গাড়ি উদ্ধার করা হয়নি। আগ্নেয়াস্ত্র দেখানোর যে অভিযোগ উঠেছিল, সেইক্ষেত্রে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়নি। এমনকি, এই ঘটনা কোন জায়গায় ঘটেছে, সেটাও নির্দিষ্ট করে না বলতে পারার কারণেই, এই তিন অভিযুক্তকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।