কলকাতা: ভারী বৃষ্টিতে ভাসছে জেলা, ফের মুখ্যমন্ত্রীর নিশানায় DVC। মুখ্যমন্ত্রী বলেন, 'অতি বৃষ্টির জেরে দুর্ভোগে মানুষ। নিচু এলাকায় থাকা বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরান। জেলা প্রশাসনকে পর্যাপ্ত ত্রাণ মজুতের নির্দেশ দিয়েছেন তিনি।মুখ্যমন্ত্রী বলেন, বর্ষায় বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনা রুখতে সতর্কতামূলক প্রচার করতে হবে', পাশাপাশি তিনি আরও বলেন,' ঘাটাল মাস্টার প্ল্যান চালু হলে বহু মানুষ উপকৃত হবে। DVC জল ছাড়ছে, পরিস্থিতির দিকে নজর রাখুন জেলাশাসকরা। প্লাবিত এলাকায় নজরদারি চালাবে বিশেষ টিম।'

আরও পড়ুন, ১৮ দিন মহাকাশে কাটিয়ে ফিরলেন শুভাংশুরা, আনন্দে উচ্ছ্বসিত মহাকাশচারীর পরিবার

সমস্যাটা এই বছরের নয়। প্রায় প্রতিবছরই এই ছবি ফিরে আসে বাংলায়। ভেসে যায় রাজ্যের একের পর এক গ্রাম। অতীতে বহুবার 'ম্যান মেড বন্যার' তত্ত্ব তুলেছেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারকে না জানিয়ে জল ছাড়ার অভিযোগ তুলে DVC-কে কড়া আক্রমণ করেছেন আগেও বারবার। তবেমুখ্যমন্ত্রী এদিন একটি সমাধানেরও বার্তা দিয়েছেন ডিভিসিকে। তিনি বলেন, ''এবার বর্ষাটা একটু আগে শুরু হয়েছে। এবং বর্ষাটা একটু বেশি হচ্ছে। বর্ষাটা ধারাবাহিকভাবে হচ্ছে। যার জেরে মানুষের দুর্ভোগ বেড়ে চলেছে। বাংলা চিরকালই ভোগান্তির মুখে পড়ে। কারণ বাংলা হচ্ছে নদীমাতৃক দেশ। নদী-পুকুর-সাগর, আমরা এই জল ভরবার জন্য, প্রায় সাড়ে ৫ লক্ষের বেশি পুকুরও কেটেছি ইতিমধ্যে। জলটা কিন্তু অনেক পুকুর শোষণ করেছে। কিন্তু তা সত্বেও ডিভিসি, পাঞ্চেত, মাইথন-এরা কেউ আমাদের কথায় গুরুত্ব দিচ্ছে না। শুনছে না। এবং কেন্দ্রীয় সরকারকে বারবার বলা হয়েছে, খননের কাজ শুরু করতে। কারণ আমি যতদূর জানি, ডিভিসিতে যদি খননের কাজটা হয়, তাহলে তারা আরও অধিকবেশি জল ধরতে পারে। এই পর্যন্ত গত ১৮ই জুন থেকে খুব দুঃখের সঙ্গে বলছি, একদিকে বৃষ্টি হয়েছে, অন্যদিকে জল ছাড়া হয়েছে।..'

 গতমাসেই 'ম্যান মেড' বন্য়ার অভিযোগ তুলেছিলেন মুখ্যমন্ত্রী। DVC-র দিকে দায় ঠেলে তিনি বলেছিলেন, আমাদের এখানে যে বন্যা হয় তার বেশিরভাগটা 'ম্যান মেড' বন্য়া। DVC না জানিয়ে জল ছেড়ে দিচ্ছে। জল ছাড়ার আগে রাজ্য সরকারকে জানানো হত। কিন্তু এখন যে সরকার কেন্দ্রে এসেছে তারা এসব মানে না। তারা না জানিয়ে জল ছেড়ে দিচ্ছে। জল ছাড়া নিয়ে এই সংঘাত গত কয়েকবছরে প্রতিবারই দেখা গেছে। গতবার তা চরমে পৌঁছোয়। বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে অসহযোগিতা এবং পশ্চিমবঙ্গকে লাগাতার অসম্মানের অভিযোগ তুলে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন মুখ্যমন্ত্রী।  

 

 

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)