ঋত্বিক প্রধান, এগরা: রাজ্যে ফের  এক বিজেপি কর্মীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়াল এলাকায়। মঙ্গলবার মাঠের মাঝে পুকুর থেকে উদ্ধার হয়েছে এক বিজেপি কর্মীর দেহ। এই ঘটনা নিয়েই চাঞ্চল্য বৃদ্ধি পেয়েছে। 


এগরার ১ নম্বর ব্লকের কসবা অঞ্চলের হরিচক এলাকার বাসিন্দা বছর পয়তাল্লিশের তপন খাটুয়ার দেহ আজ ভাসতে দেখা যায় গ্রামের পাশেই একটি মাঠের মাঝখানের পুকুরে। এদিন সকালে মাঠে কাজ করতে যাবার সময় দেহটি নজরে আসে এলাকার বাসিন্দাদের। এরপরেই খবর দেওয়া হয় এগরা থানার পুলিশকে । 


খবর পেয়ে ঘটনাস্থলে সঙ্গে সঙ্গেই আসে পুলিশ। এরপর পুকুর থেকে বিজেপি কর্মীর মৃতদেহ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে মৃতদেহে কোনও আঘাতের চিহ্ন নেই বলে জানিয়েছে পুলিশ। পরিবারের সদস্যদের অভিযোগ কেউ বা কারা তাদের পরিবারের সদস্যকে খুন করে পুকুরে ফেলে রেখে গিয়েছে।
 
বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার উত্তর মন্ডলের সংখ্যালঘু সেলের মন্ডল সভাপতি ইসলাম সাহার দাবি, "তপন খাটুয়া সক্রিয় বিজেপি কর্মী ছিলেন। এলাকার বুথ কমিটির সদস্যও ছিলেন। সেই কারণেই তাঁকে আজ খুন হতে হল।" এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে বিজেপি-তৃণমূল চাপানউতোর। বিজেপির দাবি, ওই ব্যক্তি সক্রিয় বিজেপি কর্মী ছিলেন। বুথ কমিটির সদস্য ছিলেন বলে তাঁকে খুন করেছে তৃণমূল। তৃণমূলের তরফে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাঁদের দাবি, পারিবারিক অশান্তির জেরে এই ঘটনা।


এদিকে, মঙ্গলবারই খয়রাশোলের হযরতপুর গ্রাম থেকে একটি পরিত্যক্ত বাড়ি চৌকাঠে হাত-পা বাঁধা এবং গলায় গামছা বাঁধা ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়েছে বিজেপি কর্মী ইন্দ্রজিৎ সূত্রধরের মৃতদেহ। পুলিশের অনুমান ওই বিজেপি কর্মীকে খুন করা হয়েছে।


বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা বলেন, তৃণমূলের নেতারা আমাদের এই কর্মীকে তুলে নিয়ে গিয়ে খুন করেছে। এমনকী মৃতের পরিবারের তরফেও খয়রাশোল থানায় খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।