কলকাতা: চাকরি চাইতে গিয়ে মিলল পুলিশের লাঠি। ধাক্কাধাক্কিতে অসুস্থ একাধিক শিক্ষক। কসবার DI অফিসেলাঠির আঘাতে মাটিতে পড়ে যান চাকরিহারাররা। পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি, তুলকালাম কাণ্ড ঘটে। এমনকী পুলিশ সদ্য চাকরিহারাদের লাথিও মারে।
কসবার DI অফিসের সামনে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। চাকরি চাইতে গিয়ে মিলল পুলিশের লাঠি। ধাক্কাধাক্কিতে অসুস্থ হয়ে পড়েন একাধিক শিক্ষক। লাঠির আঘাতে মাটিতে পড়ে যান চাকরিহারাররা। যা নিয়ে পাল্টা পুলিশ বলছে তাদের উপরও হামলা হয়েছে। এপ্রসঙ্গে রাজ্যের মুখ্যসচিব শান্ত থাকার বার্তা দিয়েছেন। পাশাপাশি তাঁর দাবি, পুলিশের উপরও হামলা হয়েছে। আইন কেন নিজের হাতে নেবে, তাই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মন্তব্য করেন তিনি। এদিন মুখ্যসচিব মনোজ পন্থ বলেন, "কলকাতা এবং জেলায় কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। ৭ এপ্রিল মুখ্যমন্ত্রী বৈঠক করেছিলেন। যে পরিস্থিতি তৈরি হয়েছে তা নিয়ে আশ্বাস দেওয়া হয়েছে। যা ঘটেছে সেটা বাঞ্ছনীয় নয়। আমরা চাই না, এরকম কিছু ঘটুক। অনেক জায়গায় শিক্ষকরা স্কুলে পড়াচ্ছেন। আমরা অভিনন্দন জানাচ্ছি, যেখানে তাঁরা কাজ চালিয়ে যাচ্ছেন। সরকার সবরকম সাহায্যের জন্য প্রস্তুত আছে। মানবিক দিক দেখে যা যা পদক্ষেপ নেওয়া দরকার, নিচ্ছি। যাতে এরকম ঘটনা না ঘটে তা দেখতে হবে। সকলের কাছে অনুরোধ শান্তিশৃঙ্খলা রাখতে হবে। সরকারি সম্পত্তি নষ্ট করারও চেষ্টা হয়েছে। পুলিশের উপরেও হামলা হয়েছে। সিনিয়র সার্জেন্টও আহত হয়েছেন। এর মধ্যে কিছুটা পদক্ষেপ নেওয়া হয়েছে, যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে না যায়। এটাও পুলিশ অনেক বাধ্য হয়ে করেছে। এটা কারও কথায়, কোনও উস্কানিতে হতে পারে। ডিআই অফিসের তালা ভাঙার চেষ্টা হয়েছে।''