রুমা পাল, কলকাতা : 'আমাদের সমস্ত কিছু শেষ। এবার যদি ওঁরা আমাদেরকে যদি না তুলে ধরেন তাহলে আমাদের আর কিচ্ছু হাতে নেই। সব হারিয়ে ফেলেছি। রাস্তায় এসে দাঁড়িয়েছি। ' ডুকরে উঠলেন শিক্ষকরা। প্রায় নিঃস্ব হাতে তাঁরা আজ পথে। কেউ দাঁড়িয়ে বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বা়ড়ির সামনে। কেউ দাঁড়িয়ে ডিআই অফিসের সামনে। অন্ধকার সুড়ঙ্গের শেষে আলোর রেখা আদৌ আছে কি না তাঁরা জানেন না। এরই মধ্যে তাঁরা পেলেন পুলিশের লাঠি,লাথি, কিল ! চাকরি বাতিল ইস্যুতে এদিন জেলায় জেলায় DI অফিস ঘেরাওয়ের ডাক দেন চাকরিহারারা। কসবায় ব্যারিকেড টপকে DI অফিসে ঢোকার চেষ্টা করলে চাকরিহারাদের বাধা দেয় পুলিশ। শুরু হয় পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি। শুরু হয় লাঠিচার্জ। সময় যত গড়িয়েছে বেড়েছ নির্মমতা। 'এক জায়গায় তিনটে লাঠির বাড়ি মেরেছে, একজন বাম হাত, একজন ডান হাত ধরে রেখেছে। আর নিকৃষ্টভাবে ওই লাঠি দিয়ে মেরেছে, লাঠি ভেঙে ফেলেছে। আমি পড়ে গেছি, পড়ে যাওয়ার পরেও আরও একবার লাঠির বাড়ি মেরেছে।' ডুকরে উঠলেন এক শিক্ষক।
সপাং-সপাং করে চালাল লাঠি
কসবার DI অফিসের সামনে চাকরিহারা শিক্ষকদের নির্মমভাবে লাঠিপেটা করল পুলিশের। কখনও দিল ঘাড়ধাক্কা। কখনও সপাং-সপাং করে চালাল লাঠি। আবার কখনও বুট পরা পায়ে সজোরে লাথি। রক্তাক্ত হয়ে লুটিয়ে পড়লেন একাধিক শিক্ষক। আহত ২ শিক্ষক, অভিযোগ চাকরিহারাদের।
'কোন অর্ডারে এরা মেরেছে?'
আর্তনাদ করে উঠলেন বিক্ষোভকারীরা। 'এরা পুলিশ নয়, এরা পার্টির দালাল। এরা পার্টির দালাল, কোন অর্ডারে এরা মেরেছে...আমরা কোনও রাজনৈতিক কর্মসূচি করিনি। আমরা শিক্ষক, যোগ্য শিক্ষক।' বারবার চিৎকার করেও লাভ হল না। লাঠি উঁচিয়ে তেড়ে এসে ঘা দেওয়া হল সজোরে। সহকর্মীকে সাহায্য করতে এগিয়ে গেলেন যাঁরা, তাঁরাও রেহাই পেলেন না। এক মহিলা চাকরিহারার আর্তনাদ 'সেনসিটিভ জায়গা দেখে দেখে লাঠি মারছে। ভীষণ রকম অসভ্য, বর্বরের মতো আচরণ! এটা কি সরকারি নির্দেশ ছাড়া হয়। উনি ওখানে প্রতিশ্রুতি দিচ্ছেন, আর এখানে লাঠিচার্জ করার নির্দেশ দিচ্ছেন! '
'মুখ্যমন্ত্রীর যদি দম থাকে...'
পুলিশের মার খেয়ে তখন রক্ত ঝরছে। গলা ভেঙে গিয়েছে। চোখে ক্ষোভের আগুন । এক চাকরিহারার চিৎকার 'লাঠি পেটা করে কী হবে...গুলি করুন...গুলি...কপালে গুলি করে মেরে দিন।' কেউ চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, 'মুখ্যমন্ত্রীর যদি দম থাকে, আমাদের সঙ্গে ইন্ডোর স্টেডিয়ামে ভাসা ভাসা বক্তব্য নয়, ওয়ান টু ওয়ান বক্তব্য করতে বলবেন, আমাদের সঙ্গে। উনি কতটা আইন জানেন, আমি তাই দেখব।' অন্যদিকে, লালবাজারের দাবি, গার্ডরেলে চাকরিপ্রার্থীদের ধাক্কায় আহত ৩ পুলিশকর্মী, গুরুতর জখম হয়েছন ১ পুলিশকর্মী ।