কলকাতা : এই বছর ৯ অগাস্টই হবে অভয়াকাণ্ডের এক বছর । আর জি কর মেডিক্যালের সেই ঘটনার ক্ষত এখনও দগদগে। মহানগরী এখনও ভোলেনি সেই প্রতিবাদের দিন - রাত। অভয়ার আসল অপরাধীরা এখনও অধরা বলেই এখনও মনে করেন তাঁর মা-বাবা। এরই মধ্যে তিলোত্তমার বুকে শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে একটি ধর্ষণের অভিযোগ। নিজের কলেজেই আইনের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে তোলপাড় রাজ্য। আর সেই ন্যক্কারজনক ঘটনায় গ্রেফতার হয়েছেন ওই কলেজেরই প্রাক্তনী, TMCP নেতা মনোজিৎ মিশ্র ও ২। এই মনোজিৎই এই অপরাধে প্রধান অভিযুক্ত। অথচ এই মনোজিতের সোশ্যাল মিডিয়া প্রোফাইলের পুরনো পোস্টগুলি ঘেঁটে দেখলে তাক লেগে যাবে।
এই মনোজিৎ মিশ্রই অভয়াকাণ্ডের পরে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, 'ধর্ষকের ফাঁসি চাই, দোষীদের ফাঁসি চাই, নাটক নয়, বিচার চাই। ' RG কর মেডিক্যাল কলেজে চিকিৎসককে ধর্ষণ-খুনের পর সোশাল মিডিয়ায় পোস্ট করেছিলেন TMCP নেতা মনোজিৎ মিশ্র। সেই মনোজিতের বিরুদ্ধেই কসবার আইন কলেজের ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযোগকারিণী ছাত্রী বারবার প্রস্তাব প্রত্যাখ্যান করায়, বিয়ের কথাও ফিরিয়ে দেওয়ায় চরম অত্যাচার করেন মনোজিৎ অভিযোগ এমনটাই। তবে পুলিশের খাতায় এই প্রথম মনোজিতের নাম উঠল, এমনটাই নয় কিন্তু। এর আগেও পুলিশের খাতায় নাম ছিল কসবাকাণ্ডে মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্রর। ২০১৭ সালে সাউথ ক্যালকাটা ল’ কলেজে ভাঙচুরের ঘটনায় এই TMCP নেতার বিরুদ্ধে কসবা থানায় অভিযোগ দায়ের হয়। মনোজিতকে আটকও করে পুলিশ।
কে এই মনোজিৎ? সাউথ ক্যালকাটা ল কলেজে গণধর্ষণে অভিযুক্ত, ধৃত মনোজিৎ মিশ্রের সঙ্গে একাধিক তৃণমূল নেতার ছবি সামনে এসেছে। মন্ত্রী থেকে তৃণমূল বিধায়ক, ছাত্র সংগঠনের রাজ্য সভাপতি, কে নেই তালিকায়! ধৃতের ফেসবুক প্রোফাইলে ইন্ট্রো হিসেবে লেখা- 'ল কলেজের TMCP ইউনিটের প্রাক্তন সভাপতি'। কলেজের পরিচালন সমিতির সুপারিশে, এই কলেজেই অস্থায়ী কর্মী হিসেবে চাকরি পেয়ে যান মনোজিৎ মিশ্র । সূত্রের খবর, সাউথ ক্যালকাটা ল'কলেজে অস্থায়ী কর্মীর পাশাপাশি আলিপুর কোর্টেও আইনজীবী হিসেবে প্র্যাক্টিস করতেন গণধর্ষণে অভিযুক্ত প্রাক্তন TMCP নেতা ও বর্তমান তৃণমূল কর্মী মনোজিৎ মিশ্র। অর্থাৎ এই কলেজের অস্থায়ী স্টাফও ছিলেন মনোজিৎ। সেই বলেই কি এতটা বেপরোয়া হয়ে উঠেছিলেন মনোজিৎ? তাহলে কি গণধর্ষণে অভিযুক্ত এবং ধৃত এই মনোজিতের মাথাতেও রয়েছে অদৃশ্য কোনও ক্ষমতাশালী হাত? উঠছে প্রশ্ন।