ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম : বৃহস্পতিবার কৌশিকী অমাবস্যা। (Kaushiki Amavasya) তার আগে থেকেই তারাপীঠে (Tarapith) ভক্তদের ঢল। শক্তিপীঠে পুজো দিতে দলে দলে ভিড় জমাচ্ছেন ভক্তরা। বীরভূমের তারাপীঠে তারা মায়ের বিশেষ পুজো হয় এই দিনে।সেইমতো বৃহস্পতিবার ভোর সাড়ে চারটেয় শুরু হবে মঙ্গলারতি। কথিত আছে, সাধক বামাক্ষেপা কৌশিকী অমাবস্যার দিনে তপস্যায় সিদ্ধিলাভ করেন। তারাপীঠ শ্মশানের শ্বেত শিমূল তলায় সাধনা করেন তিনি। বিশেষ এই দিনে তাই তারা মা-কে পুজো দিতে চান অনেকেই। যাঁরা মন্দিরে যেতে পারছেন না, তাঁরাও পুজো পৌঁছে দিতে চান মায়ের চরণে। তাই অনেকেই মনে করেন অন্যান্য অনেক মন্দিরের মতো যদি অনলাইনে প্রণামী অর্পণ করা যেত ! ভক্তদের এই ইচ্ছের সুযোগ নিয়ে বহু জালিয়াতই ফাঁদ পাতেন নেটমাধ্যমে। তাই এবার আগাম সতর্ক মন্দির কর্তৃপক্ষ। কেউ যাতে অনলাইনে মাধ্যেমে পুজো দিয়ে প্রতারিত না হন তার জন্য মন্দির কমিটি থেকে ভক্তদের সতর্ক করা হয়েছে। (religion) 


তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখ্যপাধ্যায় জানিয়েছেন, অনলাইনে তারাপীঠে তারা মায়ের কাছে  পুজো পাঠানোর কোনও ব্যবস্থা নেই। করোনাকালে বিভিন্ন জায়গায় অনলাইনে পুজো দেওয়ার রীতি জনপ্রিয়তা পায়। সেই সময় থেকেই  এইরকম ভাবে পুজো দেওয়ার হিড়িক পড়ে গিয়েছিল। কিন্তু তারাপীঠ মন্দিরে এমন কোনও ব্যবস্থা নেই। তখন তাদের তরফে সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ জানানো হয়। কিন্তু এখনও পর্যন্ত দেখা গিয়েছে, সেই অনলাইন পুজো বন্ধ হয়নি, রীতিমতো চলছে।


তারাপীঠের চিরাচরিত প্রথা হল, ভক্তরা নিজস্ব সেবায়েতকে দিয়ে পুজো করাতে পারে।  ডাক যোগে প্রসাদ পাঠানো হয়।  অনলাইনে পুজো দেওয়ার কোনও ব্যবস্থা নেই।  কৌশিকী আমাবস্যায় লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে তারাপীঠে। কোনও ভক্ত যাতে অনলাইন মাধ্যমে পুজো দিয়ে প্রতারিত না হয় তার জন্য মন্দির কমিটি থেকে সতর্ক করা হয়েছে । 


বৃহস্পতিবার কৌশিকী আমাবস্যা। তার আগে প্রশাসনের পক্ষ থেকে জোর কদমে চলছে প্রস্তুতি। মঙ্গলবার দুপুরে দমকলের পাশাপাশি রামপুরহাট মহকুমা পুলিশ আধিকারিক, মহকুমা আধিকারিক সহ অনান্যরা তারাপীঠে মন্দির সংলগ্ন যাওয়া রাস্তা পরিদর্শন করেন। যে সব দোকানদার রাস্তার উপর দোকান বসিয়েছে তাদের সরিয়ে দেওয়া হয়।


এসডিপিও ধীমান মিত্র জানান, কৌশিকী আমাবস্যায় যাতে কোনও অপ্রতিকর ঘটনা না ঘটে, তার জন্য এক হাজার পুলিশ কর্মী  এবং সতেরোশো  সিভিক ভলিন্টিয়ার মোতায়েন থাকবে। এছাড়া ড্রোন, পর্যাপ্ত পরিমানে  সিসিটিভি, ওয়াজ টাওয়ার বসানো হয়েছে। বুধবার দুপুর ২ টো পর তারাপীঠে কোনো চারচাকা গাড়ি ঢুকবে না।