বাপন সাঁতরা, খানাকুল: ডোমজুড়ে হাসপাতালে খাটালের পর এবার খানাকুলে হাসপাতালে (Khanakul Rural Hospital) ধানের গুদামের হদিশ। হাসপাতালের একটি ঘর দখল করে মজুত রয়েছে ধান, আলু। হাসপাতালের ঘর দখল করে গুদাম হিসেবে ব্যবহারের অভিযোগ এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। অনুমতি নিয়েই ঘর ব্যবহার বলে দাবি অভিযুক্তর। যদিও তা খারিজ করে দিয়েছে BMOH।


ধানের গুদামের হদিশ: হাওড়ার ডোমজুড় গ্রামীণ হাসপাতালের পর হুগলির খানাকুল গ্রামীণ হাসপাতাল। খানাকুল গ্রামীণ হাসপাতালের জেনারেটর রুম দখল করে ধান, আলুর গুদাম বানিয়ে ফেলেছেন খানাকুল থানার সিভিক ভলান্টিয়ার কার্তিক বাগ। ক্যামেরায় এই ছবি ধরা পড়ার সঙ্গে সঙ্গেই ট্রলিভ্যান এনে ধান, আলু সরিয়ে নেন ওই সিভিক। তাঁর দাবি, ব্লক স্বাস্থ্য আধিকারিকের অনুমতি নিয়েই হাসপাতালের জেনারেটর রুম গুদামঘর হিসেবে ব্যবহার করছিলেন। যদিও ব্লক স্বাস্থ্য আধিকারিকের দাবি, বিষয়টি জানতেন না। নজরে আনা হলে দ্রুত ঘর খালি করে নির্দেশ দিয়েছেন। তৃণমূল জমানায় হাসপাতালে ধানের গুদাম, মুখ্যমন্ত্রীর সমালোচনায় সরব হয়েছেন খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ। স্বাস্থ্য দফতরকে জানাব, অস্বস্তি ঢাকতে সাফাই আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগের। 


দিনকয়ের আগে জানা যায়, হাওড়ার ডোমজুড় গ্রামীণ হাসপাতালের একাংশে তৈরি হয়েছে খাটাল। হাসপাতালের পরিত্যক্ত ঘরে ও ঘরের বাইরে বাঁধা রয়েছে গরু। হাওড়ার ডোমজুড় গ্রামীণ হাসপাতালের মূল বিল্ডিংয়ের পিছনে, সেমিনার হলের পাশে বেশ কয়েকটি পরিত্যক্ত ঘর রয়েছে। তারই কোনওটি ব্যবহার হচ্ছে গরু রাখার জন্য। খাটাল মালিক শেখ সাহেব বলেন, "রেলের জায়গাতেই আমার গরু থাকে। ওখানে ডুবে গেছে বলে এখানে ঘণ্টা দুয়েকের জন্য বাঁধি। এবার জল নেমে গেলে আর বাঁধব না।''


এখানেই শেষ নয়। হাসপাতালের পাঁচিলে তৈরি করা হয়েছিল একটি টিনের গেট। তবে অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের কাছে নয়, এই গেটের চাবি থাকে খাটাল মালিকের কাছে।  গ্রামীণ হাসপাতালের মধ্য়ে গরুর খাটাল। কার্যত অসহায়তার সুর ব্লক স্বাস্থ্য় আধিকারিক ঋদ্ধি চক্রবর্তীর গলায়। তিনি বলেছিলেন,  "হাসপাতাল চত্বরের একদম পিছনের দিকে একটা ছোট্ট জায়গা রয়েছে, সেখানে একটা গেটের কাছে একটা গরু নিয়ে খাটাল নিয়ে এরকম যাতায়াত হচ্ছে। যখন গেট তৈরি হয়েছিল আগের BMOH-এর সময় সেইসময় জিনিসটায় অনুমতি দেওয়া হয়েছিল। এখনও দেখিনি যে গরু রয়েছে বা খাবার রয়েছে। আমাদের কাছে তো এরকম কোনও চাবি নেই। যিনি IC স্যর আছেন, ACP স্যর এসেছিলেন ওনারাও দেখে গেছেন এই জায়গাটা। ওনারা বলেছেন এ নিয়ে ওপরমহলকেও জানাবেন। নানা জায়গায় চিঠি করেছি। CMOH স্যরকে, DM ম্যাডামকে।''


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।     


আরও পড়ুন: Weather Update: বঙ্গে পারদ পতনের পূর্বাভাস, কবে থেকে শীতের আমেজ রাজ্যে?