খড়গপুর: খড়গপুরের বিজেপি (BJP) নেতার মুখে দিলীপ ঘোষের বুলি। '২০২১-এর বিধানসভায় অত্যাচারের হিসাব ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেওয়া হবে। লোকসভা ভোটে খড়গপুরে দিলীপ ঘোষ লড়াই করবেন। ভোট লুঠ করতে এলে পুলিশ থেকে তৃণমূল, মেরে ঠ্যাং ভেঙে দেওয়া হবে। যারা ভোট লুঠ করতে আসবে তাদের বুকে গুলি করে শ্মশানে পাঠানো হবে'। দিলীপ ঘোষের (Dilip Ghosh)সামনেই হুঙ্কার মেদিনীপুরে বিজেপি মুখপাত্র অরূপ দাসের।


পঞ্চায়েত ভোট (Panchayat Election 2023) মিটে গেছে। সামনে ২০২৪-এর লোকসভা মহাযুদ্ধ। কিন্তু তার আগে রাজনৈতিক নেতাদের মধ্যে কথার যুদ্ধ থামছে না। কিছুদিন আগেই তৃণমূল (TMC) নেতাদের গাছে বেঁধে মারধর করে হাসপাতালে (Hospital) ভর্তি করে দিন, বলে বাঁকুড়ার জনসভায় কর্মী সমর্থকদের  পরামর্শ দিয়েছিলেন বিজেপির (BJP) জেলা কমিটির সদস্য বিকাশ ঘোষ। পাল্টা আক্রমণ করতে ছাড়েনি তৃণমূল। যা নিয়ে তৈরি হয়েছিল রাজনৈতিক তরজা। বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলা বিকাশ ঘোষ বলেন, 'বাবার নাম ভুলিয়ে দেব আমরা যদি ক্ষমতায় একবার আসতে পারি তো, প্রশাসনও বুঝতে পারবে আর ওই তৃণমূলের চামচাগুলো বুঝতে পারবে।' 


কয়েকদিন আগেই খড়দা থানার (Khardaha Police Station) আইসির (IC) ভাইরাল ভিডিও (Viral Video) ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল। তৃণমূল কাউন্সিলরদের উদ্দেশে তোলাবাজি না করার বার্তা। 'খেলা হবে' দিবস উপলক্ষ্য়ে তৃণমূল বিধায়কের সঙ্গে একমঞ্চে দাঁড়িয়ে, খোদ আইসি-র তৃণমূলের কাউন্সিলরদের এই পরামর্শ দেওয়া নিয়ে শুরু হয়েছে বিতর্ক! পাল্টা তোপ দেগেছে বিজেপি।


যদিও শুধু বিজেপি নয়, হুমকি-হুঁশিয়ারি নিয়ে বিজেপিকে বাঁশপেটার দাওয়াই তৃণমূল সাংসদ নুসরত জাহানের (Nusrat Jahan)। বললেন, '২০২১-এর ভোটে হেরে বড় ষড়যন্ত্র করছে বিজেপি। ১০০ দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র। বিজেপিকে বাঁশপেটার দাওয়াই তৃণমূল সাংসদ নুসরত জাহানের। বললেন, '২০২১-এর ভোটে হেরে বড় ষড়যন্ত্র করছে বিজেপি (BJP)। ১০০ দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র। মুখ্যমন্ত্রী যাতে মানুষের জন্য কাজ না করতে পারেন, সেজন্য টাকা বন্ধ করেছে কেন্দ্র।' এর পরই বসিরহাটের সাংসদের বার্তা, 'বিজেপি ভোট চাইতে এলে বাঁশপেটা করবেন।            


আরও পড়ুন- মর্মান্তিক! বন্ধ ঘরে চেয়ার থেকে উদ্ধার ছেলের পচাগলা দেহ, পাশের ঘরে শুয়ে অসুস্থ মা


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial