বিশ্বজিৎ দাস, খড়গপুর:  বিজেপির দলীয় কার্যালয়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর টাউন থানার অন্তর্গত ২৬ নম্বর ওয়ার্ডে। সূত্রের খবর, আজ ভোর রাতে তৃণমূলের লোকেরা বিজেপির দলীয় কার্যালয়ে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ জানান ২৬ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর অনুশ্রী বেহারা। এলাকার লোকেরা তাঁকে খবর দিলে তিনি দৌড়ে এসে দেখেন দলীয় কার্যালয় আগুন লেগে সব পুড়ে গিয়েছে। দমকল ও পুলিশে খবর দিলে দমকলের একটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। দলীয় কার্যালয়ে দরকারি কাগজপত্র সহ সমস্ত কিছু পুড়ে ভস্মীভূত হয়ে গেছে বলে জানিয়েছেন কাউন্সিলর। কিন্তু এখনও এই ঘটনায় কারা জড়িত, তা জানা যায়নি। 


আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যাওয়া বিজেপির দলীয় কার্যালয় দেখতে গিয়েছিলেন সর্বভারতীয় সহ-সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। তিনি বলেন, ''সারা পশ্চিমবাংলায় এই ধরনের অনেক ঘটনা হয়েছে। আমাদের পার্টি অফিস দখল করা হয়েছে, ভেঙে দেওয়া হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু খড়্গপুরের রাজনীতির এত পতন ছিল না। আমাদের কাউন্সিলরের অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে। দুর্ভাগ্যজনক ও লজ্জাজনক ব্যাপার। কত নীচে নামবে রাজনীতি। এর পিছনে যারা আছে প্রশাসন তাদের খুঁজে বার করবে।''


দিলীপ ঘোষ আরও বলেন, ''রাজনৈতিক পার্টি অফিস পড়েছে। তার জন্য একটা প্রতিক্রিয়া হবে, উত্তেজনা হবে। আমরা আশা করব না সেই রকম কিছু পরিস্থিতি তৈরি হোক। প্রশাসনের দায়িত্ব দোষীদের খুঁজে বের করে শাস্তি দেওয়া হোক। চার রাজ্যে বিজেপি জিতেছে সেই জন্য অনেকে ভয় পেয়ে গেছে। বিজেপির সঙ্গে সামনাসামনি লড়তে পারছে না। তাই পিছনের দরজা দিয়ে এই ধরনের জঘন্য কাজ করছে তাঁরা। কাউন্সিলরের অফিসের সমস্ত ডকুমেন্ট পুড়ে গেছে। এই ধরনের ঘটনা আগে কোন দিনও হয়নি। এটা আমাদের দেখতে হচ্ছে লজ্জার ব্যাপার।''


আরো পড়ুন: বিয়ের দিনেই রহস্যজনকভাবে উধাও কনে