অমিত জানা, খড়গপুর: মদ্যপ অবস্থায় মারামারির জের নাকি অন্য কিছু? মদের আসরে অংশ নেওয়া এক যুবকের মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা। এই ঘটনার পর থেকেই থমথমে গোটা এলাকা। শুক্রবার বিকেলে এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার কুকাই সড়কের পাশে থাকা দোকানে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।


পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, মৃত যুবকের নাম সরাফত মল্লিক। তাঁর বয়স ৩০ বছর। মৃত ওই যুবকের বাড়ি কেশিয়াড়ি থানার গোপালপুর এলাকায়। জানা যায়,অন্যান্য দিনের মতো ওই শুক্রবার বিকেলে কুকাই এলাকায় একটি মদের দোকানে মদ খেতে যায় সরাফত মল্লিক। প্রায় প্রতিদিন ওই এলাকায় মদ খাওয়া গণ্ডগোল হয় বলে বিষয়টিতে প্রথমে কেউ গুরুত্ব দেননি। কিন্তু এদিন যে এমন একটি ঘটনা ঘটে যাবে, তা কেউই বুঝতে পারেনি। 


তবে পরে মদের আসর যেই দোকানে বসে ছিল। সেখান থেকে ওই যুবকের মৃতদেহ উদ্ধার হয়। কেউ কিছুই বুঝে ওঠার আগেই এই খবর এলাকায় ছড়িয়ে যায়। এরপর ঘটনাস্থলে ভিড় জমায় স্থানীয় বাসিন্দারা। এদিকে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় প্রবলভাবে। তৎক্ষনাৎ খবর দেওয়া হয় কেশিয়াড়ি থানায়। খবর পেয়ে কেশিয়াড়ি থানার পুলিশ ও বেলদা মহকুমা পুলিশ আধিকারিক শামীম বিশ্বাস ঘটনাস্থলে পৌঁছন। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খড়্গপুর মহকুমা হাসপাতালে পাঠায়। 


অন্যদিকে মৃত ওই যুবকের বাবা শফি মল্লিকের অভিযোগ, তাঁর ছেলেকে মদের আসরে খুন করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও ওই এলাকার মদ দোকান মালিকের দাবি ওই যুবক অতিরিক্ত মদ খাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। খুন নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে ঘটনা তদন্ত করছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই মদের দোকানের বিরুদ্ধে এখনও পর্যন্ত কোন লিখিত অভিযোগ দায়ের হয়নি। তবে পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।