বিশ্বজিৎ দাশ, খড়গপুর : বেহালার পর খড়গপুর ( Kharagpur )। একের পর এক দুর্ঘটনা। একের পর এক মৃত্যু। স্বজনহারার আর্তনাদ। শুক্রবার থেকেই রাতের ঘুম কেড়ে নিয়েছে বঙ্গবাসীর। শুক্রবারই বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হয় পুলিশ অফিসার-সহ ২ জনের। ঘটনায় দুই পুলিশ কর্মী-সহ ৬ জন আহত হয়েছেন।
রাত ১টা নাগাদ পশ্চিম মেদিনীপুরে খড়গপুর-মকরমপুর রাজ্য সড়কে দুর্ঘটনাটি ঘটে। পেট্রোলিং ডিউটিতে ছিলেন খড়গপুর লোকাল থানার ASI রামানন্দ দে-সহ কয়েকজন পুলিশ কর্মী। বেনাপুরে রেলগেট আটকানো থাকায় তাঁরা গাড়ি থেকে নামেন। সেইসময় বেপরোয়া অডি দ্রুতগতিতে এসে ASI-সহ পুলিশ কর্মীদের ধাক্কা মারে। এরপর সিগন্যাল পোস্টে ধাক্কা মেরে একটি দোকানে ঢুকে পড়ে গাড়িটি। দুর্ঘটনাগ্রস্ত গাড়ির চালক-সহ ৫ যাত্রী গুরুতর জখম হন। পরে হাসপাতালে মৃত্যু হয় শেখ জাহাঙ্গির নামে এক যাত্রীর। মৃত্যু হয় খড়্গপুর লোকাল থানার অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর রামানন্দ দেরও। আহত ৬ জন হাসপাতালে ভর্তি রয়েছেন।
গাড়ির চালক মত্ত অবস্থায় থাকায় দুর্ঘটনা বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। সূত্রের খবর, গাড়ির গতি এত বেশি ছিল যে, রেলগেটের পাশে সিগন্যাল পোস্টে পাশে চায়ের দোকানের ঝুপড়ি ভেঙে ঢুকে যায় গাড়িটি।
শুক্রবার সকালে বেহালার দুর্ঘটনা দিয়ে দিনের শুরু । এরপর ওইদিন রাতেই দ্বিতীয় হুগলি সেতুতে ওঠার মুখে ভয়ঙ্কর দুর্ঘটনা কেড়ে নেয় যুবতীর প্রাণ। রাত তখন ১১ টা। আর তার কিছু পরেই রাত ১ টা নাগাদ খড়গপুরের এই দুর্ঘটনা।
শুক্রবার রাত ১১ টায় এবার বেপরোয়া ট্রেলারের ধাক্কায় মৃত্যু হয় এক যুবতীর। মৃত সুনন্দা দাস হাওড়ার নেতাজি সুভাষ রোডের বাসিন্দা। শুক্রবার রাত ১১টা নাগাদ খিদিরপুরের দিক থেকে স্কুটারে দ্বিতীয় হুগলি সেতুর দিকে যাচ্ছিলেন
২৬-এর হোটেল কর্মী। সেইসময় বেপরোয়া ট্রেলার পিছন থেকে তাঁর স্কুটারে ধাক্কা মারে। এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলে ওই হোটেল কর্মীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
শুক্রবার সাত সকালে বেহালায় বেপরোয়া লরির ধাক্কায় প্রাণ যায় বছর ৭ এর এক স্কুল পড়ুয়ার। বাবার সঙ্গে রাস্তা পেরনোর সময় এই ভয়ঙ্কর পরিণতি। এই ঘটনায় রণক্ষেত্রের চেহারা নেয় বেহালা চৌরাস্তা। পুলিশের গাড়ি, একের পর এক বাইকে আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা! পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে, মৃতদেহ আটকে রেখে শুরু হয় বিক্ষোভ! উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠি উঁচিয়ে তাড়া করে পুলিশ! এই ঘটনা ঘিরে, প্রায় ৩ ঘণ্টা ধরে চলে অবরোধ। ভাঙচুরের ঘটনায় ১০ জনকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন :