বিশ্বজিৎ দাস, খড়্গপুর: দত্তপুকুরের (Duttapukur) পাশাপাশি, খড়গপুরেও (Kharagpur) শ্যুটআউট (Shootout)। তৃণমূল (TMC) সমর্থককে গুলি করে খুনের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। জানা গিয়েছে, মৃতের নাম ভেঙ্কট রাও। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।


ঠিক কী অভিযোগ? 


প্রত্যক্ষদর্শীদের দাবি, গতকাল রাত ১০টা নাগাদ রাস্তায় দাঁড়িয়ে কথা বলছিলেন বছর বিয়াল্লিশের ওই তৃণমূল সমর্থক। অভিযোগ, তখনই স্কুটারে চেপে এসে ৩ দুষ্কৃতী তৃণমূল সমর্থককে লক্ষ্য করে পরপর ৫ রাউন্ড গুলি চালায়। বুকে, পিঠে, পায়ে গুলি লাগে। 


এই ঘটনার পর রেলের হাসপাতালে নিয়ে গেলে তৃণমূল সমর্থককে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা। হামলার কারণ খতিয়ে দেখছে খড়গপুর টাউন থানার পুলিশ। কী কারণে এই ঘটনা, কারা এই ঘটনার নেপথ্যে রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। 


আরও পড়ুন, হরিদেবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাত্রের মৃত্যু! একে অপরকে দোষারোপ প্রশাসন-বিদ্যুৎ সংস্থার                                                        


দত্তপুকুরেও শ্যুটআউট


অন্যদিকে, ভরসন্ধেয় দত্তপুকুরের খেজুরতলায় জমি ব্যবসায়ীকে গুলি করে খুনের অভিযোগও উঠেছে। নিহত মন্মথ মণ্ডলকে দলের নেতা বলে দাবি করেছে বিজেপি। যদিও ব্যবসায়িক শত্রুতাকেই খুনের কারণ বলে মনে করছে মৃতের পরিবার।              


স্থানীয় সূত্রে খবর, জমি কেনাবেচার সঙ্গে যুক্ত ছিলেন মন্মথ। পরিবারের দাবি, গতকাল সন্ধেয় মোবাইলে ফোন আসায় তিনি বেরিয়ে যান। এর কিছুক্ষণ পর বাড়ি থেকে কিছুটা দূরে বছর ষাটের ওই ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। মাথায় ও কানের নীচে ঘাড়ে গুলি লাগে। হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা। বিজেপির দাবি, খুনের নেপথ্যে তৃণমূলের হাত রয়েছে। অভিযোগ অস্বীকার শাসকদলের।