ঋত্বিক প্রধান, খেজুরি (পূর্ব মেদিনীপুর): কাশীপুরকাণ্ডে (Cossipore) তোলপাড়ের মধ্যেই খেজুরিতে (Khejuri) রহস্যমৃত্যু। খেজুরিতে (Khejuri) গাছ থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। ‘আত্মহত্যা না, খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে?’ খেজুরিতে (Khejuri) রহস্যমৃত্যু নিয়ে প্রশ্ন বিজেপির (BJP)। ‘পরিবারের সঙ্গে কথা হয়েছে, রাজনীতির কিছু নেই। কর্মসূত্রে বাইরে থাকত, পারিবারিক অশান্তি কিনা দেখুক পুলিশ। ’রাজনীতির অভিযোগ উড়িয়ে পাল্টা দাবি তৃণমূল কংগ্রেসের। পুলিশ সূত্রে দাবি ‘কয়েকদিন আগে কাজ ছেড়ে কলকাতা (Kolkata) থেকে খেজুরি ফেরে দেবাশিস’ বাবার বকুনি খাওয়ার পরে আত্মঘাতী হয় সে।
পূর্ব মেদিনীপুরের খেজুরিতে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে রহস্য দানা বাঁধল। পরিবার সূত্রে জানা গেছে, গতকাল বাড়িতে অশান্তি হওয়ার পর বেরিয়ে যান যুবক। আত্মহত্যা না কি খুন, এই প্রশ্ন তুলে তদন্তের দাবি জানাল বিজেপি। বিজেপির বিরুদ্ধে রাজনীতির অভিযোগে সরব হয়েছে তৃণমূল।
কাশীপুরে বিজেপি যুব মোর্চার নেতার ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। আর এই প্রেক্ষাপটে পূর্ব মেদিনীপুরের খেজুরিতে এক যুবকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় দানা বাঁধল রহস্য। শনিবার সকালে খেজুরির বাঁশগোড়া বাজারের কাছে একটি গাছ থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয় দেবাশিস মান্নার।
মৃতের পরিবার সূত্রে জানা গেছে, ২২ বছরের দেবাশিস কলকাতার একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন। কর্মস্থলে বনিবনা না হওয়ায় সম্প্রতি কাজ ছেড়ে খেজুরিতে ফিরে আসেন। কাজ ছাড়া নিয়ে দেবাশিসকে বকাঝকা করেন তাঁর বাবা। শুক্রবার রাতে বাড়ি থেকে বেরিয়ে যান যুবক। এদিন সকালে বাড়ি থেকে কিছুটা দূরে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। খুন না আত্মহত্যা? প্রশ্ন তুলেছে বিজেপি
কাঁথি সাংগঠনিক জেলার বিজেপির সাধারণ সম্পাদক তাপস দলুইয়ের কথায়, চটজলদি উদ্ধার করে থানায় নিয়ে যায়। উনি আত্মহত্যা করলেন না ওকে মেরে টাঙিয়ে দেওয়া হয়েছে, এই ঘটনার তদন্ত চাইছি। কাঁথি সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি তরুণ মাইতির কথায়, যে কোনও মৃত্যুকে বিজেপি রাজনৈতিক রং লাগাতে চাইছে। পুলিশকে বলব উদঘাটন করতে। এর সঙ্গে রাজনৈতিক যোগ নেই।
খেজুরি থানার পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ।