কলকাতা : 'কেউ অসুস্থ হয়ে গেলে উপস্থিত বুদ্ধিটুকু কাজে লাগাতে হয়। হাতের কাছে হাসপাতাল থাকতেও তা বাদ দিয়ে দুই আড়াই ঘণ্টা সময় নষ্ট করব আর তারপর বলব এটা হঠাৎ কার্ডিয়াক অ্যাটাকের জেরে মৃত্যু, সেটা মেনে নেওয়া যায় না।' ঠিক এই ভাষাতেই কড়া প্রশ্ন তুললেন চিকিৎসক কুণাল সরকার (Kunal Sarkar)। সঙ্গীতশিল্পী কে কে-র (KK Death) অকালপ্রয়াণে শোকস্তব্ধ সকলেই।
কলকাতার নজরুল মঞ্চে অনুষ্ঠানের মাঝে অসুস্থ হয়ে পড়া তারপর হোটেলে ফিরে গিয়ে অসুস্থ হওয়া ও হাসপাতালে নিয়ে গেলে কৃষ্ণকুমার কুন্নথ ওরফে কে কে'কে মৃত ঘোষণা। গানের সুরে দেশকে ভাসানো সঙ্গীতশিল্পীর না ফেরার দেশে চলে যাওয়ার শোকে বিহ্বল গোটা দেশ। আর এর মাঝেই একাধিক প্রশ্ন উঠছে নজরুল মঞ্চের অনুষ্ঠান নিয়ে।
যে নজরুল মঞ্চে আসন সংখ্যা প্রায় আড়াই হাজার, সেখানেই সাত হাজারের মত দর্শক এসেছিল বলে দাবি নজরুল মঞ্চের (Nazrul Manch) কর্মীদের! আর তা নিয়েই কার্যত প্রশ্ন তুলেছেন চিকিৎসক কুণাল সরকার। তিনি বলেছেন, 'হাওয়া-বাতাস চলাচলের প্রয়োজনীয় রাস্তা রয়েছে কি না, এয়ার কন্ডিশনিং ঠিকমতো কাজ করছে কি না, সেটা দেখে নেওয়া ও নিশ্চিত করা একান্ত প্রয়োজনীয় যো কোনও ইন্ডোর অনুষ্ঠানের ক্ষেত্রে। আউটডোরে একসঙ্গে ২০ হাজার লোক অনুষ্ঠান দেখতে পারেন। কিন্তু নজরুল মঞ্চে একসঙ্গে ৭ হাজার লোক ধরে না। সেখানে গতকাল একাধিক মানুষ যে অসুস্থ হয়ে পড়েনি, সেটাই স্বস্তি।'
মর্মান্তিক ঘটনা থেকে শিক্ষা নিয়ে প্রশাসনকে শক্ত হাতে ভবিষ্যতে এহেন পরিস্থিতি আটকানোর কথা ভাবার পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থাপনা গ্রহণের আর্জি জানিয়েছন প্রখ্যাত এই চিকিৎসক। কুণাল সরকার বলেছেন, 'মেগা ইভেন্ট আয়োজনের সময় স্ট্যান্ডার্ড হেলথ অ্যান্ড সেফটি মেসার্স রয়েছে কি না নিশ্চিত করার দিকটা জোর দেওয়া সবথেকে বেশি জরুরি। প্রশাসন ও মুখ্যমন্ত্রীকে সবার আগে অনুরোধ করব সেই দিকটা দেখতে।'
আরও পড়ুন- হঠাৎ হার্ট অ্যাটাক! সতর্ক থাকলেই বাঁচানো যেতে পারে প্রাণ