কলকাতা: সঙ্গীতজগতে নক্ষত্রপতন। কলকাতায় গানের অনুষ্ঠান চলাকালীন অসুস্থ হয়ে পরে মৃত্যু সঙ্গীতশিল্পী কে কে-র। তাঁর মৃত্যুর ঘটনায় শোক জানিয়ে টুইট বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।
মোদির টুইট:
সঙ্গীতশিল্পী কৃষ্ণকুমার কুন্নাথের আকস্মিক মৃত্যুতে শোকাহত। সব বয়সী মানুষের জন্য তিনি গান গেয়েছেন। তাঁর গানের মাধ্যমে তাঁকে আমরা মনে রাখব। তাঁর পরিবার ও তাঁর ফ্যানদের সমবেদনা। ট্যুইট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।
সঙ্গীতশিল্পী কে কে-র মৃত্যুতে শোকবার্তা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের।
শাহের টুইট:
কে কে একজন বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন। তাঁর প্রয়ানে শোকাহত এবং ভারতীয় সঙ্গীত জগতে অপূরণীয় ক্ষতি। সঙ্গীতপ্রেমীদের মণিকোঠায় স্থান করে নিয়েছিলেন। তাঁর পরিবার ও অনুরাগীদের প্রতি সমবেদনা।
নজরুল মঞ্চে উল্টোডাঙার (Ultadanga) গুরুদাস মহাবিদ্যালয়ের গানের অনুষ্ঠান চলাকালীন অসুস্থ হয়ে মৃত্যু সঙ্গীতশিল্পী কৃষ্ণকুমার কুন্নাথের (Krishnakumar Kunnath)। বাংলা, হিন্দি, তামিল, কণ্ণড়, মালয়ালাম, মারাঠি, অসমীয়া ভাষায় গান গেয়েছেন।
আরও পড়ুন: 'হম রহে ইয়া না রহে কাল', একনজরে কেকের সঙ্গীতজীবন