আবীর দত্ত, কলকাতা : নজরুল মঞ্চে উপচে পড়া ভিড়ের মাঝে অস্বস্তি নিয়েও একের পর এক হিট গান। তারপর অসুস্থ বোধ করায় যা হোক করে নিরাপত্তার ঘেরাটোপে কে কে-র অডিটোরিয়াম ছাড়া। প্রয়াত সঙ্গীতশিল্পী যখন নজরুল মঞ্চ (Nazrul Manch) ছাড়ছেন, তখন তাঁর চোখে-মুখে অস্বস্তির বোধ যে স্পষ্ট, সেই ভিডিও ইতিমধ্যে ভাইরাল। আর তার কিছুক্ষণ পরই সব শেষ। সুরের দেশে পাড়ি কে কে-র (KK Demise)। কিন্তু হোটেলে ফেরার পর মাঝের সময়টুকুতে চূড়ান্ত অসুস্থ হয়ে পড়ার আগেও ভক্তের টানে সাড়া দিতে দু'বার ভাবেননি কে কে। হোটেলে ফিরে লিফটে ঢোকার মুখেও ভক্তদের আবদারে তাদের সঙ্গে দাঁড়িয়ে তুলেছিলেন সেলফি। তারপরই লিফটে হয়ে পড়েন প্রচণ্ড অসুস্থ।


হোটেলে ফেরার পর ঠিক কী কী ঘটেছিল



জানা গিয়েছে, নজরুল মঞ্চ থেকে কনসার্ট সেরে রাত ৯টা ১০ মিনিটে হোটেলে ফেরেন কেকে। লিফটে ওঠার আগে কয়েকজন ফ্যানের সঙ্গে সেলফিও (Selfie) তোলেন কেকে। লিফটে (Lift) ঢুকেই অসুস্থ হয়ে পড়েন কে কে, ঝুঁকে যায় মাথা। হোটেলের ঘরে ঢোকার পরেই সোফায় বসতে গিয়ে পড়ে যান কে কে। সোফায় বসার সময় পড়ে গিয়ে টেবিলে মাথা ঠুকে যায় কে কের। কে কে-কে অসুস্থ হতে দেখে ছোটাছুটি শুরু করেন ম্যানেজার। সঙ্গে সঙ্গে ছুটে আসেন হোটেলকর্মীরা, খবর দেওয়া হয় চিকিৎসককে। অ্যাম্বুল্যান্স না থাকায় হোটেলের গাড়িতেই নিয়ে যাওয়া হয় সিএমআরআইতে। চিকিৎসকের পরামর্শে সঙ্গে সঙ্গে কে কে-কে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। হাসপাতালে নিয়ে যাওয়ার পরেই সঙ্গীতশিল্পীকে মৃত বলে ঘোষণা করা হয়।

 

হৃদযন্ত্রের সমস্যাতেই মৃত্যু ?


ঠিক কী কারণে কলকাতায় অনুষ্ঠানের পর তাঁর মৃত্যু তা এখনও চূড়ান্তভাবে জানা যায়নি। তবে পুলিশ (Police) সূত্রে খবর, ময়নাতদন্তের (Post Mortem) প্রাথমিক রিপোর্টে উল্লেখ রয়েছে, ‘হৃদযন্ত্রজনিত সমস্যা ছিল কেকে-র’। যদিও রাসায়নিক বিশ্লেষণের পর মিলবে চূড়ান্ত রিপোর্ট। পাশাপাশি উঠে এসেছে আরও একটি তথ্য, সূত্রের খবর ‘দীর্ঘদিন ধরে হৃদরোগের সমস্যা যে ছিল, সেটা জানতেনই না কেকে’, পুলিশকে এমনই জানিয়েছেন অটোপসি বিশেষজ্ঞরা। সঙ্গীতশিল্পীর হঠাৎ শরীর খারাপের পর তাঁর অকালপ্রয়াণ হলেও সমস্যা যে লম্বা সময় ধরেই ছিল, সেটা উঠে এসেছে কে কে-র স্ত্রীর কথাতেও। সূত্র মারফত জানা গিয়েছে, ‘হজমের সমস্যা ছিল ভেবে প্রচুর অ্যান্টাসিড (Antacid) খেতেন কে কে। ৩০ মে কলকাতায় এসে বলেন হাত-কাঁধে ব্যথা হচ্ছিল।' পুলিশের কাছে এমনই জানিয়েছেন সঙ্গীতশিল্পীর স্ত্রী।


আরও পড়ুন- 'হাতের কাছে হাসপাতাল থাকতেও ২ ঘণ্টা নষ্ট' কে কে-র মৃত্যুতে প্রশ্ন তুললেন চিকিৎসক কুণাল সরকার