কলকাতা: পুরসভা ভোটের দিন এমএলএ হস্টেলের গেটে তালা। এমএলএ হস্টেলের ভিতরে আটকে আটজন বিজেপি বিধায়ক। ভোটের কারণে এমএলএ হস্টেলে তালা ঝুলিয়েছে পুলিশ, অভিযোগ বিজেপির। প্রতিবাদে এমএলএ হস্টেলের ভিতরে বিক্ষোভ বিজেপি বিধায়কদের। এ বিষয়ে এখনও পুলিশের প্রতিক্রিয়া মেলেনি। 


অন্যদিকে, সল্টলেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাড়ির সামনে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। বিজেপি বিধায়কদের নিয়ে বৈঠক চলাকালীন শুভেন্দুর বাড়ি ঘিরল পুলিশ। বিজেপি বিধায়কদের শুভেন্দুর বাড়ি থেকে বেরোতে না দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে বিধাননগর পুলিশের বচসা। 


এরই মধ্যে বিধাননগরে আসার পথে ‘আটক’ বিজেপি বিধায়ক নীলাদ্রি দানা। দ্বিতীয় হুগলি সেতুতে বিজেপি বিধায়কের গাড়ি আটকাল পুলিশ। ‘ভোট চলাকালীন বাইরের বিধায়ককে কলকাতায় প্রবেশ নয়। ভোট চলাকালীন বাইরের কোনও জনপ্রতিনিধির প্রবেশ নয়’, নির্বাচন কমিশনের নির্দেশের কথা বলে বিধায়কের গাড়ি আটকায় পুলিশ। প্রতিবাদ টোল ট্যাক্সের কাছেই রাস্তায় অবস্থানে বসে পড়েন বিজেপি বিধায়ক। শেষপর্যন্ত শিবপুর থেকে ডানলপ হয়ে বিধাননগরে ঢোকায় পুলিশ। 


বাগবাজার হরনাথ হাইস্কুলে উত্তেজনা। বিজেপি প্রার্থীর বিরুদ্ধে ভোটদানে বিঘ্ন ঘটানোর অভিযোগ। বিজেপি প্রার্থীর সঙ্গে বচসা ভোটারদের। বিজেপি প্রার্থী ব্রজেশ ঝা-কে ঘিরে বিক্ষোভ ভোটারদের। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। 


বড়বাজারে ২৩ নম্বর ওয়ার্ডে মারোয়াড়ি বালিকা বিদ্যালয়ে উত্তেজনা। পুলিশকে ঠেলে বুথে ঢোকে বহিরাগতরা। ভাঙা হয় ইভিএম। তৃণমূলের অভিযোগ, বিজেপি প্রার্থী বিজয় ওঝার মদতে চলছিল ছাপ্পা ভোট। বিজেপি প্রার্থীর পাল্টা অভিযোগ, বুথের ভিতরে ঢুকে গন্ডগোল পাকান তৃণমূল প্রার্থী সানওয়ারমল আগরওয়ালের অনুগামীরা। গোলমালের জেরে আপাতত বন্ধ ভোটগ্রহণ। 


ব্রেবোর্ন রোডে ৪৫ নম্বর ওয়ার্ডে জৈন হাইস্কুলে পুলিশের সামনেই কংগ্রেস এজেন্টকে মারতে মারতে বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। কংগ্রেস এজেন্টকে মাটিতে ফেলে মারা হয় কিল, চড়, লাথি। প্রতিক্রিয়া মেলেনি শাসকদলের। পরিস্থিতি সামাল দিতে নামানো হয় র‍্যাফ। এই ঘটনায় দুজনকে গ্রেফতার করল পুলিশ। 


সন্ত্রাসের অভিযোগে ভোটকেন্দ্র থেকে এজেন্ট প্রত্যাহার বামেদের। আলিপুর রোডে ন্যাশনাল টেস্ট হাউস ভোটকেন্দ্র থেকে এজেন্ট প্রত্যাহার। তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ ফরওয়ার্ড ব্লক প্রার্থীর। এ প্রসঙ্গে তৃণমূলের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।