কলকাতা: শুভেন্দু অধিকারীকে নিয়ে ফের রাজ্যের সঙ্গে সঙ্ঘাতে রাজ্যপাপল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। পুরভোট চলাকালীন সল্টলেকে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বাড়ি ঘেরাওয়ের অভিযোগ বিধাননগর পুলিশের বিরুদ্ধে। সেখানে বিজেপি-র ২০ জন বিধায়ক আটকে রয়েছেন বলে জানা গিয়েছে। তা নিয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) নিশানা করেন ধনখড়। তাঁর বক্তব্য, ‘কোনও পরিস্থিতিতেই গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে আপস করা উচিত নয়।‘


কলকাতায় পুরভোট (KMC Election 2021) চলাকালীন সল্টলেকের বাড়িতে বিজেপি (BJP) বিধায়কদের নিয়ে বৈঠক করেন শুভেন্দু। সেই বৈঠক চলাকালীনই বিধাননগর পুলিশের বিরাট বাহিনী তাঁর বাড়ি ঘিরে ধরে বলে অভিযোগ। বিজেপির দাবি, উপর মহলের নির্দেশ রয়েছে, তাই বিজেপি বিধায়কদের বেরোতে দেওয়া যাবে না বলে জানায় পুলিশ। তাতে দফায় দফায় জয়প্রকাশ নারায়ণ এবং বিজেপি কর্মীদের সঙ্গে বচসা এবং ধস্তাধস্তিও হয়।



সেই নিয়ে রাজনীতির পারদ যখন ক্রমশ চড়ছে, সেই সময় বিকেলে ৫টা বেজে ২১ মিনিটে টুইটারে রাজ্যপাল লেখেন, ‘সচিবের নির্দেশে পদক্ষেপ করা হয়েছে বলে ব্যাখ্যা দিয়েছেন বিধাননগরের কমিশনার। কিন্তু বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর স্বাধীনতা যে ভাবে খর্ব করা হয়েছে, তা একেবারেই সমর্থনযোগ্য নয়।’ মমতাকে উল্লেখ করে ধনখড় লেখেন, ‘কোনও পরিস্থিতিতেই গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে আপস করা উচিত নয়।’


আরও পড়ুন: 'অশান্তি দেখতে না পেলে চোখের হাসপাতালের ঠিকানা দেব', অভিষেকের মন্তব্যকে কটাক্ষ সুকান্তর



‘গৃহবন্দি’ শুভেন্দুর সঙ্গে ফোনে কতা হয়েছে বলেও জানান ধনখড়। টুইটারে লেখেন, ‘বিরোধী দলনেতার সঙ্গে কথা হল। উনি বললেন, ‘বিধাননগর পুলিশ আমার সল্টলেকের বাড়ি সম্পূর্ণ অবরুদ্ধ করে রেখেছে। রাজ্যের বেশ কয়েক জন নেতা-সহ ২০ জন বিধায়ক রয়েছেন বাড়িতে’।’ সন্ধ্যা ৬টায় রাজভবনে বিজেপি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ করবেন বলেও জানান ধনখড়।