কলকাতা: পুরভোট চলাকালীন (Kolkata Municipal Election 2021) শহর জুড়ে বিক্ষিপ্ত হিংসার ঘটনা উঠে আসছেই। এ বার তাতে আক্রান্ত হলেন খিদিরপুরের (Khidirpur) অন্তর্গত ৭৫ নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থী (CPM Candidate) ফৈয়াজ আহমেদ খান (Faiyaz Ahmed Khan)। ভোটগ্রহণ চলকালীন একদল বহিরাগত সেখানে ঢুকে পড়ে বলে অভিযোগ ফৈয়াজের। তাদের সামনে পড়ে জখম হন ফৈয়াজ। তাঁর পায়ে চোট লেগেছে। নাক থেকেও রক্ত পড়তে দেখা গিয়েছে। হাতেও আঘাত পেয়েছেন ফৈয়াজ । তাঁর গাড়িতেও ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ।


রবিবার সকাল থেকেই শহরের ইতিউতি থেকে বিক্ষোভের খবর সামনে এসেছে। দুপুরে খিদিরপুর মোড়ে ফৈয়াজকে বিধ্বস্ত অবস্থায় বসে থাকতে দেখে তাই চাঞ্চল্য ছড়ায়। জানা যায়, পোলিং বুথে ভোটগ্রহণ দেখতে গেলে বহিরাগত একদল তাঁর উপর চড়াও হয়। মাটিতে ফেলে তাঁকে মারধর করা হয় পুলিশের সামনেই। পালিয়ে আসতে গেলে ভাঙচুর করা হয় তাঁর গাড়িতেও। 


তৃণমূল (TMC) আশ্রিত দুষ্কৃতীরাই এই হামলা চালিয়েছে বলে অভিযোগ ফৈয়াজের। এবিপি আনন্দকে তিনি বলেন, "সকাল থেকেই এলাকায় দাপাদাপি করছে তৃণমূলের দুষ্কৃতীরা। আমি পুলিশকে বলি, 'এখানকার মানুষ শান্তিতে ভোট দেন। নিজের পছন্দের প্রার্থীকেই ভোট দেবেন তাঁরা। গুন্ডাদের আটকান আপনারা।' কিন্তু কোনও লাভ হয়নি। বরং পুলিশ কার্যত নির্বাক দর্শকের ভূমিকা পালন করে।"


আরও পড়ুন:


ফৈয়াজ জানান, এর পর তিনি মেরিন হাউসে যান। কিন্তু সেখানে লোহার গেট আটকে রেখেছিল তৃণমূলের দুষ্কৃতীরা। পুলিশ গেট খুলে দিলে কোনওরকমে ভিতরে ঢোকেন তিনি। কিন্তু সেখানে তাঁর উপর চড়াও হয় দুষ্কৃতীদের দল।


সিপিএম প্রার্থী ফৈয়াজের দাবি, প্রথমে তাঁর এজেন্টকে বেধড়ক মারধর করা হয়। তার পর তাঁকে মাটিতে ফেলে মারতে শুরু করে দুষ্কৃতীরা। গাড়িতে উঠে পালাতে গেলে ভাঙচুর করা হয়। দুষ্কৃতীদের বাধা দেওয়ার কোনও চেষ্টাই পুলিশ করেনি বলে অভিযোগ ফৈয়াজের।


এই হামলার প্রতিবাদে দুপুরে খিদিরপুর মোড়ে বসে প্রতিবাদ জানান আক্রান্ত ফৈয়াজ। তাঁর দাবি, খিদিরপুর থেকে কেউ তৃণমূলের প্রার্থীই হতে চাননি। তাই বাইরে থেকে লোক এনে প্রার্থী দিতে হয়েছে জোড়াফুল শিবিরকে। জিততে পারবে না জেনেই দুষ্কৃতীদের দিয়ে সেখানে বিরোধীদের উপর হামলা করাচ্ছে তৃণমূল।