কলকাতা: কলকাতা পুরভোটে (Kolkata Municipal Corporation Election 2021) অশান্তি, মারধর, বোমাবাজি, হুমকির পাশাপাশি উঠল এক বেনজির, অভিনব অভিযোগ। নিউ আলিপুরে (Alipur)কংগ্রেস (Congress)প্রার্থী তানিয়া পালকে অনুসরণের অভিযোগ নির্দল প্রার্থীর বিরুদ্ধে। কংগ্রেস প্রার্থীর অভিযোগ, তৃণমূল প্রার্থী জুঁই বিশ্বাসের হয়ে কাজ করছেন নির্দল প্রার্থী। এই অভিযোগ অবশ্য সরাসরি অস্বীকার নির্দল প্রার্থীর।
আসলে ফুটবল কিংবা হকি খেলায় ম্যান মার্কিংয়ের কথা হামেশাই শোনা যায়। কিন্তু ভোটের ভোটের বুথেও ম্যান মার্কিং!এমনই অভিযোগ তুললেন কলকাতা পুরসভার ৮১ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী তানিয়া পাল। তিনি দাবি করেন, সোনাই হালদার নামে একজন মহিলা নির্দল প্রার্থী শুধু তাঁর সঙ্গে ছায়ার মতো লেগে ছিলেন।
অভিযোগ, তানিয়া যখন গাড়িতে উঠছেন, তখন ওই নির্দল প্রার্থীকে গাড়িতে উঠে চলে যেতে দেখা যায়। আবার তানিয়া কোনও বুথে ঢুকলে ওই মহিলাও পিছন পিছন যেতে দেখা যায়। কংগ্রেস প্রার্থী তানিয়া পাল যখন নিউআলিপুরের এই স্কুলের বাইরে দাঁড়িয়ে, তখনও কাছেই দাঁড়িয়ে নির্দল প্রার্থী সোনাই হালদার।
নির্দল প্রার্থীর বিরুদ্ধে এই অভিযোগ করে কংগ্রেস প্রার্থী তানিয়া পাল বুথের দিকে হেঁটে চলে যান। সঙ্গে সঙ্গে গোলাপি জ্যাকেট পরা এই মহিলা প্রার্থী তাঁর পিছন পিছন বুথের ভিতরে চলে যান। একটু পরে দেখা যায় বুথের ভিতর থেকে বেরিয়ে আসছেন কংগ্রেস প্রার্থী তানিয়া পাল। আবার তানিয়া যখন বেরিয়ে আসছেন তখন ঠিক তাঁর সামনে সামনে হেঁটে বেরিয়ে আসেন সেই নির্দল প্রার্থী।
তানিয়া পালের অভিযোগ, আমি যেখানে যাচ্ছি, আমাকে ফলো করছে। পাল্টা ৮১ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী সোনাই হালদার অভিযোগ উড়িয়ে বলেছেন, নির্দল প্রার্থীর কি যাওয়ার অধিকার নেই?
কংগ্রেস প্রার্থী অভিযোগ করেন, নামে নির্দল হলেও, এই মহিলা আদতে তৃণমূল প্রার্থী জুঁই বিশ্বাসের হয়ে কাজ করছেন। তিনি বলেন, এটা আসলে টিম গেম।
নির্দল প্রার্থী সোনাই হালদার অভিযোগ উড়িয়ে বলেছেন, সম্পূর্ণ মিথ্যে কথা... আমরা কোনও জুঁই বিশ্বাসের টিম নই।
এরপর কংগ্রেস প্রার্থী তানিয়া পাল, কাছে আরেকটি বুথে ঢোকেন। কয়েক মুহূর্তের মধ্যে ফোনে কথা বলতে বলতে সেখানে পৌঁছোন সেই নির্দল মহিলা প্রার্থী। এরপরই তিনি ওই বুথের ভিতর ঢুকে যান। কিছুক্ষণ পর তানিয়া পাল বেরোতেই, আবার বুথ থেকে বেরিয়ে আসেন তিনি। বুথের বাইরে কংগ্রেস প্রার্থীর সঙ্গে দফায় দফায় বচসায় জড়ান নির্দল প্রার্থী। নির্দল প্রার্থীর সঙ্গে গলা চড়িয়ে, আরও অনেকে ঘিরে ধরেন কংগ্রেস প্রার্থী তানিয়া পালকে। বেশ কিছুক্ষণ পর, পুলিশ এসে দু’পক্ষকে সরিয়ে দেয়।