নয়াদিল্লি: রেকর্ড ঠান্ডা রাজধানী দিল্লিতে (New Delhi)। গত ২৪ ঘণ্টায় সফদরগঞ্জে (Safdargunje) তাপমাত্রার (Temperature) পারদ নেমেছে ৪.৬ ডিগ্রি সেলসিয়াসে। উত্তর-পশ্চিমে বাতাসের সঙ্গে শৈত্যপ্রবাহ দিল্লিতে। মৌসম ভবনের (India Meteorological Department) পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিনে আরও নামবে তাপমাত্রার পারদ। হাওয়া অফিস সূত্রে খবর, গতকাল রাতে হাড় কাঁপানোর ঠান্ডার সাক্ষী থেকেছে দিল্লিবাসী।


পিটিআই সূত্রে খবর, আবহাওয়াবিদরা আগেই জানিয়েছিলেন রবিবার ৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামবে পারদ। আজ, রবিবার রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস। সকালে বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯৪ শতাংশ। সন্ধেয় বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে ৫০ শতাংশ। অন্যদিকে রাজস্থানের চুরু জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১.১ ডিগ্রি সেলসিয়াস। মৌসম ভবন জানিয়েছে, পশ্চিম রাজস্থানে গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১.১ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে, হিমাচল প্রদেশ, হরিয়ানা, চন্ডীগড়, পশ্চিম উত্তর প্রদেশের একাধিক জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল -১.৬ থেকে -৩ ডিগ্রি সেলসিয়াস।


এদিকে দিল্লির বাতাসের মান এখনও ভাল নয়। বায়ুর গুণমান সূচক ২৯০-তে দাঁড়িয়ে। সিস্টেম অব এয়ার কোয়ালিটি এবং ওয়েদার ফরকাস্টিং এন্ড রিসার্চ বা SAFAR –এর দেওয়া তথ্য অনুযায়ী, PM 2.5 এবং PM 10 যথাক্রমে ১১৭ এবং ১৯৩ নম্বরে দাঁড়িয়ে রয়েছে। according to the System of Air Quality and Weather Forecasting And Research (SAFAR). 


ভূ বিজ্ঞান মন্ত্রকের (Ministry of Earth Sciences) বায়ু মানের পূর্বাভাস সংস্থা (Air Quality Forecast Agency) সিস্টেম অব এয়ার কোয়ালিটি এন্ড ওয়েদার ফরকাস্টিং এন্ড রিসার্চ বা SAFAR জানিয়েছে আজ সকাল ৬টাতে দিল্লিতে বায়ু মানের সূচক (AQI) ছিল ৩৩৩-তে। বায়ু মানের সূচকের শূন্য থেকে ৫০-র মধ্যে থাকলে ধরা হয় ভালো। ৫১ থেকে ১০০- মধ্যে সন্তোষজনক, ১০১ থেকে ২০০-র মধ্যে সহনীয় , ২০১ থেকে ৩০০-র মধ্যে খারাপ, ৩০১ থেকে ৪০০-র মধ্যে খুব খারাপ, ৪০১ থেকে ৫০০-র মধ্যে গুরুতর।


আরও পড়ুন: Omicron Cases In India: দেশে ক্রমশ বাড়ছে ওমিক্রন আক্রান্ত, কর্নাটক-কেরলে সংক্রমণ বৃদ্ধি