কলকাতা : পুরভোটের ফলাফল জানান দিচ্ছে কলকাতা কার্যত পরিণত সবুজ সাগরে। প্রত্যাশামতোই একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ছোট লালবাড়িতে ফের ক্ষমতায় ফিরছে তৃণমূল কংগ্রেস (TMC)। কলকাতা পুরসভার (Kolkata Municipality) কার্যত ৯০ শতাংশ আসনই গিয়েছে ঘাসফুল শিবিরের ঝুলিতে। জয় ও এগিয়ে থাকার ভিত্তিতে সংখ্যাটা ১৩৪। অর্থাৎ বিরোধীরা মিলিতভাবে সর্বসাকুল্যে জিততে পেরেছে মাত্র ১০টি ওয়ার্ডে। বিজেপি (BJP) ৩ টি, বাম শিবির (Left) ও কংগ্রেস (Congress) ২টি করে ওয়ার্ড এবং নির্দলরা (Independent Candidate) জিতেছেন ৩ টি ওয়ার্ডে।
বিজেপি কলকাতা পুরভোটে জিতেছে ২২, ২৩ ও ৫০ নম্বর ওয়ার্ডে। ২২ নম্বর ওয়ার্ডে এই নিয়ে টানা ষষ্ঠবার জিতলেন বিজেপির মীনাদেবী পুরোহিত। তাঁর জয়ের ব্যবধান পাশাপাশি তৃতীয়বার ২৩ নম্বর ওয়ার্ডে জয়ী বিজেপি প্রার্থী বিজয় ওঝা। জয়ের হ্যাটট্রিক করলেন তিনি। আর ৫০ নম্বর ওয়ার্ডে জিতেছেন সজল ঘোষ। ১ হাজার ৯৩ ভোটে জিতেছেন তিনি।
বামফ্রন্ট জিতেছে ৯২ ও ১০৩ নম্বর ওয়ার্ডে। ৯২ নম্বর ওয়ার্ডে প্রায় ৩ হাজার ৪০০ ভোটে জিতেছেন সিপিআই প্রার্থী মধুছন্দা দেব। আর ১০৩ নম্বর ওয়ার্ডে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ৯২ ভোটে জিতেছেন সিপিএমের নন্দিতা রায়।
এদিকে, ৪৫ ও ১৩৭ নম্বর ওয়ার্ডে জিততে পেরেছে কংগ্রেস। নিজের গড় ধরে রেখে ৪৫ নম্বর ওয়ার্ডে ১ হাজার ৯৫৬ ভোটে জিতেছেন কংগ্রেস প্রার্থী সন্তোষ পাঠক। ১৩৭ নম্বর ওয়ার্ডে জিতেছেন কংগ্রেস প্রার্থী ওয়াসিম আনসারি।
পাশাপাশি এবারের পুরভোটে তিনটি ওয়ার্ডে জিতেছেন নির্দল প্রার্থীরা। ৪৩ নম্বর ওয়ার্ডে জিতেছেন আয়েশা কানিজ, ১৩৫ নম্বর ওয়ার্ডে জিতেছেন রুবিনা নাজ আর ১৪১ নম্বর ওয়ার্ডে জিতেছেন পূর্বাশা নস্কর।
আরও পড়ুন- কোন ওয়ার্ডে কে জিতলেন? দেখে নিন এক নজরে
একঝলকে দেখে নিন কলকাতা পুরভোটে কোন ওয়ার্ডে কারা জিতলেন,
- ৮৫ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল কংগ্রেসের দেবাশিস কুমার
- ৯৬ ওয়ার্ডে জিতলেন বসুন্ধরা গোস্বামী
- ১০৮ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী সুশান্ত কুমার ঘোষ
- ১০৭ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল কংগ্রেসের লিপিকা মান্না
- ১০১ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী বাপ্পাদিত্য দাশগুপ্ত
- ৮৬ নম্বর ওয়ার্ডে জিতেছেন সৌরভ বসু
- ৮৮ নম্বর ওয়ার্ডে জয়ী মালা রায়
- ১৪০ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল কংগ্রেসের আবু মহম্মদ তারিক
- ১১৭ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল কংগ্রেসের অমিত সিংহ
- ১১৯ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল কংগ্রেসের কাকলি বাগ
- ৫১ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী ইন্দ্রনীল কুমার
- ৪২ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী মহেশ শর্মা
- ২৮ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী অয়ন চক্রবর্তী
- ৬৩ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী সুস্মিতা ভট্টাচার্য চট্টোপাধ্যায়
- ৬৪ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী শাম্মি জাহান বেগম
- ১১৬ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল কংগ্রেসের কৃষ্ণা সিংহ
- ১১৮ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল কংগ্রেসের তারক সিংহ