কলকাতা: কলকাতা পুরসভার (Kolkata Municipal Election) ৯৬ ওয়ার্ডে জয়ী হলেন বসুন্ধরা গোস্বামী(Bashundhara Goswami)। ৫ হাজার ৮৮৭ ভোটে জয়ী হলেন প্রয়াত প্রাক্তন বাম নেতা তথা ৯৬ ওয়ার্ডের তৃণমূল প্রার্থী বসুন্ধরা গোস্বামী। 


বাবা ছিলেন বাম নেতা। দীর্ঘদিনের মন্ত্রী। আর তাঁর মেয়ের নাম এবার কলকাতা পুরসভা নির্বাচনের তৃণমূলের প্রার্থী তালিকায়। তিনি ক্ষিতি গোস্বামীর (Khiti Goswami) মেয়ে বসুন্ধরা গোস্বামী (Basundhara Goswami)। চাকরি ছেড়ে মানুষের সেবা করতে এগিয়ে এসেছেন বসুন্ধরা। এমন প্রশংসা শোনা গিয়েছিল খোদ তৃণমূলনেত্রীর গলাতেই। গত সপ্তাহে বাঘাযতীনে (Baghajatin) ভোটপ্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)বলেন,  “নতুনদের মধ্যে বসুন্ধরা আছে। ক্ষিতিদার মেয়ে। চেনেন সবাই।’’ এরপরই প্রার্থী পরিচিতির জন্য এদিন মাস্ক খুলে বসুন্ধরাকে মুখ দেখাতে বলেন তৃণমূলনেত্রী। তিনি বলেন, “ওঁকে আমরা আমাদের দলের হয়ে অনেক কাজ করিয়েছি বিধানসভা নির্বাচনে। ওঁ নিজে কারা দফতরে চাকরি করত। এই বয়সে তৃণমূল কংগ্রেসের (TMC) জন্য চাকরি ছেড়ে দিয়েছে। চাকরি ছেড়ে দিয়েছে মানুষের সেবা করবে বলে। এখানে কাজ করতে এসেছে।’’ 


বসুন্ধরা আগেই জানিয়েছিলেন, “ ফোন করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আশ্বাস দিয়েছেন দল সবরকম ভাবে পাশে আছে।’’ “দিদি ডাকলেন আমায়, বাবার সঙ্গে যারা ছিলেন তারা কখনও সেভাবে দেখেননি আর কী। এত কাছে ছিলাম যে দেখতে পাননি। নৈকট্যের অন্ধত্ব যাকে বলে,’’ বললেন বসুন্ধরা গোস্বামী।  প্রয়াত বাম নেতা ক্ষিতি গোস্বামীর মেয়ে এবারে ৯৬ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস প্রার্থী।