কলকাতা: কলকাতা পুরভোটের (Kolkata Municipal Corporation) ফলে স্বস্তির নিশ্বাস ফেলছে তৃণমূল (TMC)। ট্রেন্ড বলছে ছোট লাল বাড়ি এবার তৃণমূলেরই দখলে। শহরজুড়ে কার্যত সবুজ ঝড় উড়ছে। একসময় যে ছোট লাল বাড়ি ছিল বামেদের দখলে, তাদের ফল কেমন? ১০৩ নম্বর ওয়ার্ডে ৯২ ভোটে জয়ী সিপিএম প্রার্থী নন্দিতা রায়। ৯২ নম্বর ওয়ার্ডে জয়ী সিপিআই প্রার্থী মধুচ্ছন্দা দেব। বামেদের ঝুলিতে ২টি ওয়ার্ড। অর্থাৎ পুরনো দুর্গের মধ্যে ২টি দুর্গ নিজেদের দখলে রাখল বামেরা।


কলকাতা পুরসভার ৯২ নম্বর ওয়ার্ডে এদিন উড়ল লাল আবির। মধুচ্ছন্দা দেবকে নিয়ে উচ্ছ্বাস দেখা গেল নেতা কর্মীদের মধ্য়ে। ভোটে জিতে কী বললেন তিনি? তাঁর কথায়, "যথার্থভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট হলে বামেরা আরও আসন পেত। কিন্তু সেটা হয়নি। গণতান্ত্রিক পদ্ধতিতে যে ভোট হয়নি সেটা প্রমাণ হল। এটা সুরক্ষা দিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটটা করাতে পেরেছি।'' তিনি আরও বলেন, আমার ওয়ার্ডে আরও অনেক কিছু করার চেষ্টা করেছিল। কিন্তু পারেনি। বাইরের কোনও প্রতিরোধ এখানকার মানুষ মেনে নেয়নি।''


 


   


 


১৪৪টি ওয়ার্ডের মধ্যে মোট ১৩৪টি ওয়ার্ডে জয়ী তৃণমূল কংগ্রেস। ৩টি ওয়ার্ডে বিজেপি, বাম ২টি এবং কংগ্রেস জয়ী ২টি ওয়ার্ডে। নির্দল প্রার্থী জয়ী ৩টি ওয়ার্ডে। ৬৫ আসনে দ্বিতীয় স্থানে বামেরা । ৪৮ ওয়ার্ডে দ্বিতীয় স্থানে বিজেপি। ১৬ ওয়ার্ডে দ্বিতীয় স্থানে কংগ্রেস। নির্দল ৫টি ওয়ার্ডে দ্বিতীয় স্থানে। 


কলকাতা পুরভোটে তৃণমূলের ঝড়। বিদায়ী বোর্ডের প্রশাসক ফিরহাদ হাকিম জিতেছেন বড় ব্যবধানে। জয় পেয়েছেন তাঁর ডেপুটি অতীন ঘোষও। বিদায়ী বোর্ডের ১৩ জন মেয়র পারিষদই জিতেছেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য দেবাশিস কুমার, তারক সিংহ, দেবব্রত মজুমদার, রাম পেয়ারি রাম। পুরভোটে প্রার্থী হওয়া সাংসদ মালা রায় এই নিয়ে টানা ষষ্ঠবার জিতলেন। ডবল হ্যাটট্রিক হল বিজেপির মীনাদেবী পুরোহিতের। জয়ের হ্যাটট্রিক করলেন বিজয় ওঝা। প্রথমবার লড়ে ৫০ নম্বর ওয়ার্ড থেকে জিতেছেন বিজেপির সজল ঘোষ। গড়রক্ষা করেছেন কংগ্রেসের সন্তোষ পাঠক। চমক দিয়েছেন ১৩৭ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী ওয়াসিম আনসারি।


আরও পড়ুন: KMC Election Result 2021 : নিকটতম প্রতিদ্বন্দ্বীর থেকে ৬২ হাজারের বেশি ভোটে জয়ী তৃণমূলের ফৈয়াজ