কলকাতা: বিধানসভা নির্বাচন (Assembly Election) এবং উপনির্বাচনের (By Election) পর এবার কলকাতা পুরসভার ভোট (Kolkata Municipality Election)। লালবাড়ির লড়াইয়ে কিছুটা ঘুরে দাঁড়াল লাল পার্টি (CPM)। ভোট শতাংশের নিরিখে বিজেপিকে (BJP) পিছনে ফেলে দিল তারা। গত দু’বছরে, এরাজ্যে লড়াই হয়ে উঠেছিল মূলত তৃণমূল বনাম বিজেপির। কার্যত ধস নেমেছিল বামেদের ভোটব্যাঙ্কে। তবে পুরভোটের পর কিছুটা আশার আলো দেখছেন তাঁরা।


২০১৯ সালের লোকসভা ভোটে এ রাজ্যে একটিও আসনে জিততে পারেনি বামেরা (CPM)। তাদের ঝুলিতে যায় মাত্র ৬ শতাংশ ভোট। এ বছরের বিধানসভা ভোটেও ছবিটা বদলাতে পারেনি তাঁরা। ছ’মাস আগের এই ভোটে বামেরা পেয়েছিল মাত্র ৫ শতাংশ ভোট। কিন্তু, কলকাতা পুরভোটে (KMC Election) তারা কিছুটা হলেও ঘুরে দাঁড়াল। 


একই বছরে পশ্চিমবঙ্গের (West Bengal) তৃতীয় ভোট-পরীক্ষায় বড়সড় ধাক্কা খেল বিজেপি (BJP)। এবার প্রাপ্ত ভোটের হারে, বিজেপিকে (BJP) টেক্কা দিল বামেরা। ভোট শতাংশের নিরিখে বিজেপি নেমে গেল তৃতীয় স্থানে বামেরা উঠে এল দ্বিতীয় স্থানে। ২০১৯ সালের লোকসভা কিংবা এবছরের বিধানসভা ভোটের ফলের নিরিখে পদ্ম শিবির কলকাতার যে ক’টি ওয়ার্ডে এগিয়ে ছিল, পুরভোটের ফলে তার ধারেকাছেও পৌঁছতে পারেনি তারা। এমনকী, ২০১৫ সালে নিজেদের প্রাপ্ত ওয়ার্ড সংখ্যার থেকেও বহু পিছনে থামল গেরুয়া গাড়ি। 


২০১৫ সালে কলকাতা পুরভোটে বিজেপি ৭টি আসনে জিতেছিল। ২০১৯ সালের লোকসভা ভোটের ফলের নিরিখে বিজেপি এগিয়ে ছিল ২২টি আসনে।। ২০২১ সালের বিধানসভা ভোটের ফলের নিরিখে ১২টা ওয়ার্ডে এগিয়ে ছিল বিজেপি। কিন্তু, এবার কলকাতা পুরভোটে তারা জিতল মাত্র ৩টি আসনে। গেরুয়া শিবিরের গ্রাফ যখন নিম্নমুখী, তখন বিরোধী পরিসরে স্পটলাইট কাড়ল লাল। গত কয়েকটি ভোটের তুলনায় এবার তাদের প্রাপ্ত ভোটের হার অনেকখানি বেড়েছে। ২০২১ সালের বিধানসভা ভোটের ফলের নিরিখে কলকাতা পুর এলাকায় জোট বেধে ৭ শতাংশ ভোট পেয়েছিল বাম-কংগ্রেস।


এবার বামেরা একাই পেল প্রায় ১২ শতাংশ ভোট।কংগ্রেস পেল ৪ শতাংশ ভোট।২০২১ সালের বিধানসভা ভোটের ফল অনুযায়ী, কলকাতা পুর এলাকায় একটি ওয়ার্ডেও এগিয়ে ছিল না বামেরা। এবার তারা ২টি ওয়ার্ডে জিতল।২০২১ সালের বিধানসভা ভোটের ফল অনুযায়ী কলকাতা পুর এলাকায় একটি ওয়ার্ডে এগিয়ে ছিল কংগ্রেস।


এবার পুরভোটে ২টি ওয়ার্ডে জিতল তারা।  তৃণমূল যে ১৩৪টি আসনে জিতেছে, তার মধ্যেও ৬৫টিতেই দ্বিতীয় স্থানে উঠে এসেছে বামেরা। এক্ষেত্রে তাদের থেকে অনেক পিছিয়ে বিজেপি। তারা দ্বিতীয় স্থানে রয়েছে ৪৮টি আসনে। কংগ্রেস ১৬টি আসনে দ্বিতীয় স্থানে।


তবে বিধানসভা ভোটের পর কলকাতা পুরভোটেও, বামেদের তরুণ ব্রিগেড বিশেষ দাগ কাটতে পারল না। করোনা এবং লকডাউনের সময়, যাঁরা বিপদগ্রস্ত মানুষে দরজায় দরজায় পৌঁছে গেছিলেন সেই রেড ভলান্টিয়ারদের ৪৩ জনকে প্রার্থী করেছিল বামেরা। কিন্তু, তাঁদের মধ্যে কেউই জিতে আসতে পারেননি। যে ২ জন প্রার্থী জিতেছেন, তাঁরা দীর্ঘদিনের রাজনীতিবিদ।