আবির দত্ত ও ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: গার্ডেনরিচে বহুতল বিপর্যয়ের পর (Gardenreach Building Collapse) বেআইনি বাড়ির ক্ষেত্রে কড়া মনোভাব নিচ্ছে পুরসভা থেকে প্রশাসন। এই প্রেক্ষাপটেই, বুধবার কলকাতায় দেখা গেল দুই ছবি। একদিকে, কসবার বিশ্বাসপাড়ায় বেআইনি বহুতল ভাঙতে গিয়ে প্রতিরোধের মুখে পুরসভা ও পুলিশ। অন্যদিকে, নেতাজিনগরের জোড়াবাগান এলাকায় জলাশয় উদ্ধার করল কলকাতা পুরসভা (KMC)। 


গার্ডেনরিচে বেআইনি বাড়ি ভেঙে, ১২ জনের মর্মান্তিক মৃত্য়ুর পর, অবশেষে ঘুম ভেঙেছে কলকাতা পুরসভার। বেআইনি বাড়ির ক্ষেত্রে কড়া মনোভাব নিচ্ছে পুরসভা থেকে প্রশাসন। এই প্রেক্ষাপটেই, বুধবার কলকাতায় দেখা গেল দুই ছবি। একদিকে, কসবার বিশ্বাসপাড়ায় বেআইনি বহুতল ভাঙতে গিয়ে প্রতিরোধের মুখে পুরসভা ও পুলিশ। অন্যদিকে, নেতাজিনগরের জোড়াবাগান এলাকায় জলাশয় পুনরুদ্ধার করল কলকাতা পুরসভা। 
  
বুধবার, পুরসভার তরফে কসবার বিশ্বাসপাড়ায় এই বহুতল ভাঙার জন্য যাওয়া হয়। বহুতলের বাসিন্দাদের বেরিয়ে আসতে বললেই শুরু হয় বিক্ষোভ। কসবায় যখন বাধার মুখে, তখন নেতাজিনগরের জোড়াবাগান এলাকায় একটি জলাশয় উদ্ধার করল পুরসভা। বাধার মুখে পড়তে হতে পারে, সেই আশঙ্কায় ছিল প্রচুর পুলিশ। জেসিবি দিয়ে খোঁড়া হয় প্রায় বুজে যাওয়া জলাশয়। তীব্র গরমের মধ্যে পুরনো জলাশয় ফিরে পেয়ে খুশি বাসিন্দারা। 


গার্ডেনরিচে বহুতল বিপর্যয়ের রাজ্য সরকার ও কলকাতা পুরসভার রিপোর্ট নিয়ে সম্প্রতি ক্ষুব্ধ হয় হাইকোর্ট। পুরসভার যে আধিকারিকরা বেআইনি নির্মাণ দেখেও চুপ করে ছিলেন, তাঁদের বিরুদ্ধে কী ব্য়বস্থা? জানতে চেয়েছিলেন বিচারপতি জয়মাল্য় বাগচী। সংশ্লিষ্ট আধিকারিকদের প্রয়োজনে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছিল আদালত। গার্ডেনরিচে বহুতল ভেঙে পড়ার ঘটনায় এবার কলকাতা হাইকোর্টের ভর্ৎসনার মুখে পড়েছিল রাজ্য় সরকার ও কলকাতা পুরসভা। 


 পুরসভার যে আধিকারিকরা চুপ করে বসে ছিলেন, চক্রান্তে যুক্ত ছিলেন, তাঁরাই আসল দোষী।বেআইনি নির্মাণ দেখেও যাঁরা চুপ করে বসে ছিলেন, পুরসভার সেই আধিকারিকদের কি আপনারা পুরস্কৃত করেছেন? গার্ডেনরিচে বেআইনি বহুতল ভেঙে পড়ার ঘটনায় সোমবার এই প্রশ্নই করলেন বিচারপতি জয়মাল্য বাগচী। ১৭ মার্চ গার্ডেনরিচে ভেঙে পড়ে নির্মীয়মাণ বেআইনি বহুতল। বেঘোরে প্রাণ যায় ১৩ জনের। সেই ঘটনায় কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন বিজেপি নেতা রাকেশ সিং। সেই মামলায় সোমবার বিচারপতি জয়মাল্য বাগচী ও হিরণ্ময় ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চে রিপোর্ট পেশ করল রাজ্য সরকার ও কলকাতা পুরসভা।


আরও পড়ুন, অধীরের পাশে হুমায়ুন, TMC-র বিক্ষোভের প্রতিবাদ করে বললেন..


 রাজ্য সরকারের রিপোর্ট দেখে বিচারপতি জয়মাল্য বাগচী বলেছিলেন, 'পুরসভার যে আধিকারিকদের সাহায্যে বেআইনি নির্মাণ হল, তাঁদের বিরুদ্ধে কী পদক্ষেপ করা হয়েছে? পুরসভার যে আধিকারিকেরা এত দিন চুপ করে ছিলেন, তাঁরাও এই চক্রান্তে যুক্ত। তাঁরাই আসল দোষী। এটাও তদন্ত করে দেখতে হবে।'


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।