মুর্শিদাবাদ: অধীরের পাশে হুমায়ুন, তৃণমূলের বিক্ষোভের প্রতিবাদ। তাঁর বিস্ফোরক মন্তব্যে আগেও বহুবার অস্বস্তিতে পড়েছে দল। যদিও তিনি অবিচল তাঁর কথায়, মন্তব্যে। তিনি আর কেউ নন, ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির (TMC MLA Humayan Kabir)। ৭ মে তৃতীয় দফা ভোট মুর্শিদাবাদে (Murshidbad Constituency)। অধীরের প্রচারে এদিন তৃণমূলের বিক্ষোভ ঘিরে মুখ খোলেন তিনি। 'যা হচ্ছে ঠিক হচ্ছে না, প্রত্যেকের প্রচারের স্বাধীনতা আছে। তৃণমূল প্রার্থীকে জেতাতে চেষ্টা মানেই অধীরকে বিক্ষোভ নয়।' আর এবার একবারে ভোটের মুখে কংগ্রেস প্রার্থীর (Congress Candidate) পাশে দাঁড়িয়ে বিস্ফোরক ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। 


এদিন হুমায়ন কবির বলেন, 'অধীর চৌধুরীর বিরুদ্ধে যে বিক্ষোভ হয়েছে। দীর্ঘদিনের প্রদেশ কংগ্রেস সভাপতি, জেলা কংগ্রেসের প্রেসিডেন্ট।আমরা অনেকটা সময় তাঁর সঙ্গে অতিবাহিত করেছি। চলাফেরা করেছি। জানিনা অধীরবাবুও কেন এবার ছোটখাটো বিষয় নিয়ে মেজাজ হারাচ্ছেন ? এবং বহরুমপুরে কিছু ছেলে তাঁকে যেভাবে গোব্যাক স্লোগান দিয়েছে, ওনাকে সেটা পাশ কাটিয়ে চলে আসতে হত। সেটাকে উনি নিজে গাড়ি থেকে নেমে বদলাতে গিয়েছেন। আরও একটি জায়গায় অধীরের প্রচারের ইস্যুতে তিনি বলেন, তাঁর স্বাধীনতা আছে প্রচারে যাওয়ার। তাঁদের মতো করে ভোট চাওয়ার অধিকার নির্বাচন কমিশনই দিয়েছে। একই অধিকার ইউসুফ পাঠান ও নির্মল সাহাও আছে। সেই জায়গায় কেন অধীরবাবুর বিরুদ্ধে কেন বিক্ষোভ দেখানো হচ্ছে বা গোব্যাক স্লোগান দেওয়া হচ্ছে ? এটা অফিশিয়ালি তৃণমূলের নির্দেশ নয়।' 


আরও পড়ুন, 'BJP প্রার্থীকে কুরুচিকর আক্রমণ..', অভিষেককে নিয়ে ডিজিকে চিঠি জাতীয় মহিলা কমিশনের


ভোটের প্রচারে বেরোলে প্রায়ই বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরীকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছে তৃণমূল। বহরমপুর শহরের নতুনবাজার এলাকায় অধীর চৌধুরীর প্রচারে গো ব্যাক স্লোগান দেওয়ার অভিযোগ উঠেছিল স্থানীয় তৃণমূল কর্মীর বিরুদ্ধে। গত শনিবার ভোটের প্রচারে নওদার দমদমায় গিয়ে একই অভিজ্ঞতার সম্মুখীন হন বহরমপুরের কংগ্রেস প্রার্থী। তৃণমূলের ব্লক সভাপতি ও জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সফিউর জামান শেখের নেতৃত্বে অধীর চৌধুরীর কনভয় আটকানো হয়। লোকসভায় কংগ্রেসের দলনেতা ও পাঁচবারের সাংসদকে গো ব্যাক স্লোগান দেন তৃণমূল কর্মীরা। তা নিয়ে ধস্তাধস্তির মতো পরিস্থিতি তৈরি হয়। তাঁর প্রচার কর্মসূচিতে বারবার তৃণমূলের এই বিশৃঙ্খলার ঘটনায় অধীর চৌধুরী যখন পরিকল্পিত ষড়যন্ত্র দেখছেন, তখন দলেরই একাংশের আচরণ নিয়ে এবার উষ্মা শোনা গেল ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের মুখে। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।