Realme C65 5G: ফের নতুন ফোন ভারতে লঞ্চ করতে চলেছে রিয়েলমি সংস্থা (Realme Smartphones)। ইতিমধ্যেই এপ্রিল মাসে রিয়েলমি পি১ ৫জি সিরিজ (Realme P1 5G Series) লঞ্চ হয়েছে দেশে। এই স্মার্টফোন সিরিজের লঞ্চ হয়েছে রিয়েলমি পি১ ৫জি (Realme P1 5G) এবং রিয়েলমি পি১ প্রো ৫জি (Realme P1 Pro 5G) - এই দুই ফোন। এরপর লঞ্চ হয়েছিল রিয়েলমি নারজো সিরিজের (Realme Narzo Series) দু'টি নতুন ৫জি ফোন (5G Phone)। এই তালিকায় রয়েছে রিয়েলমি নারজো ৭০ ৫জি (Realme Narzo 70 5G) এবং রিয়েলমি নারজো ৭০এক্স ৫জি (Realme Narzo 70x 5G) - এই দুই ফোন। এবার লঞ্চ হতে চলেছে রিয়েলমি সি৬৫ ৫জি (Realme C65 5G) ফোন। ১০ হাজার টাকার কমে রিয়েলমি সংস্থা একটি ৫জি (Realme 5G Phone) ফোন লঞ্চ করবে একথা আগেই শোনা গিয়েছিল। সেই ফোন রিয়েলমি সি৬৫ ৫জি হবে, এমন ইঙ্গিতও পাওয়া গিয়েছিল। এবার জানা গিয়েছে যে, রিয়েলমি সংস্থা ভারতে লঞ্চ করতে চলেছে রিয়েলমি সি৬৫ ৫জি ফোন। 


ভারতে কবে লঞ্চ হতে চলেছে রিয়েলমি সি৬৫ ৫জি ফোন 


আগামী ২৬ এপ্রিল দুপুর ১২টায় রিয়েলমি সি৬৫ ৫জি ফোন ভারতে লঞ্চ হতে চলেছে। জানা গিয়েছে, এই ফোনে থাকবে মিডিয়াটেক ডিমেনসিটি ৬৩০০ প্রসেসর। এছাড়াও ১২০ হার্টজ রিফ্রেশ রেটের একটি ডিসপ্লে থাকতে চলেছে রিয়েলমি 'সি' সিরিজের আসন্ন ফোনে। এক্স মাধ্যমে রিয়েলমি সংস্থা তাদের এই ফোন লঞ্চের কথা ঘোষণা করেছে। এই ফোনের দাম ভারতে ৯৯৯৯ টাকা থেকে শুরু হবে, এমনই আভাস পাওয়া গিয়েছে। 


রিয়েলমি ইন্ডিয়ার ওয়েবসাইটে নতুন ফোনের জন্য যে মাইক্রোসাইট তৈরি করা হয়েছে সেখান থেকে কী কী তথ্য জানা গিয়েছে, দেখে নিন 



  • রিয়েলমি সি৬৫ ফোন একটি IP54 রেটিং যুক্ত ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস হতে চলেছে। অর্থাৎ ধুলো এবং জলের নষ্ট সহজে হবে না এই ফোন।

  • বলা হচ্ছে, এই প্রথম কোনও ফোন লঞ্চ হতে চলেছে যেখানে মিডিয়াটেক ডিমেনসিটি ৬৩০০ প্রসেসর থাকবে। এর আগে বিশ্বের কয়েকটি দেশে এই ফোন লঞ্চ হয়েছে। এবার আসছে ভারতে। 


আরও পড়ুন- ১০ হাজার টাকার কমে ভারতে হাজির আইটেল এস২৪, কী কী ফিচার রয়েছে এই স্মার্টফোনে? 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।