সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা : আরও বিপাকে সন্দীপ ঘোষ । এবার  আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্য়ক্ষ সন্দীপ ঘোষের বাড়িতে নোটিস লাগিয়য়ে দিয়ে গেল কলকাতা পুরসভা। বেলেঘাটায় সন্দীপ ঘোষের বাড়ির একটি অংশের নির্মাণ হয়েছে বেআইনিভাবে, দাবি করেছেন প্রতিবেশীরা। সম্প্রতি করা লিখিত অভিযোগের ভিত্তিতে কলকাতা পুরসভার এই নোটিস। 


চেতলার বাসিন্দা, অংশুমান সরকার নামে এক ব্য়ক্তি গত ১১ তারিখ কলকাতা পুরসভায় একটি অভিযোগ করেন। তাঁর অভিযোগ, সন্দীপ ঘোষের এই ৪ তলা বাড়ির একাংশের নির্মাণ বেআইনি। গাড়ি পার্কিংয়ের নিয়ম লঙ্ঘন করা হয়েছে। G+3 অর্থাৎ, ৪ তলা বিল্ডিং তৈরির জন্য় যে ওপেন স্পেস বা খোলা জায়গা রাখার নিয়ম, তা রাখা হয়নি। এই অভিযোগের প্রেক্ষিতে শুক্রবার বেলা সাড়ে ১১টা-১২ টা নাগাদ সন্দীপ ঘোষের বাড়ির বাইরে একটি নোটিসটি টাঙিয়ে দিয়ে যায় কলকাতা পুরসভার একটি প্রতিনিধি দল।


প্রতিবেশীদের থেকে জানা যাচ্ছে, সন্দীপ ঘোষের বাড়ির বাউন্ডারি ওয়ালটি তাঁদের নিজস্ব জমির বাইরে। তিনি নাকি পুরসভার জমির উপর বাউন্ডারি তুলেছেন। প্রতিবেশীদের অভিযোগ, এমন ভাবে সন্দীপ ঘোষ তাঁর বাড়ির পাঁচিল তুলেছেন আর সামনে গাড়ি ওঠা-নামার ব়্যাম্প বানিয়েছেন, তাতে প্রতিবেশীরা পড়েছেন মহা বিপদে। বৃষ্টির সময় তাঁদের বাড়ির জল পুরো যেতে পারছে না। আর সন্দীপের গাড়ি ওঠা-নামার জন্য যে ব়্যাম্প রয়েছে, তার ফলে অন্য় বাড়ির সামনের জল বেরয় না।  প্রতিবেশীদের অভিযোগ, সন্দীপ ঘোষের প্রতিবেশী সুলভ মানসিকতা একেবারেই নয়।  অন্য়ের অসুবিধা উনি দেখেন না। 


সন্দীপের বাড়ির একাংশের বেআইনি নির্মাণ নিয়ে গত ১১ তারিখ অভিযোগ জমা পড়ে। অভিযোগ জমা পড়ার পরেই নোটিস দেয় কলকাতা পুরসভা। ৩০ সেপ্টেম্বর ঘটনাস্থলে আসবেন পুরসভার প্রতিনিধিরা।  


৮৩ বদন রায় লেনে সন্দীপ ঘোষের বাড়ি।  এই পাড়ার ৮৫ নম্বর বাড়ির লোকের সঙ্গে একবার সন্দীপ ঘোষের ভয়ঙ্কর ঝগড়া হয় বলে অভিযোগ। সন্দীপ ঘোষের এক প্রতিবেশি জানান, '২০২১ সালে যখন ৮৫-এর বাসিন্দারা তাদের দিকে সন্দীপ ঘোষের বাড়ির যে বাউন্ডারি ওয়াল ছিল, তা নিয়ে অভিযোগ করে।  সেই সময় সন্দীপ ঘোষের সঙ্গে ৮৫-এর লোকের খুব ঝামেলা হয়। অত্য়ন্ত দুর্ব্য়বহার করেন সন্দীপ। ৮৫ নম্বর বাড়ির এক মহিলা নাকি তাঁর ব্যবহারে স্তম্ভিত হয়ে গিয়ে বলেন,'আপনার রেজিস্ট্রেশন না দেখালে, কেউ বিশ্বাস করবে না আপনি ডাক্তার। এত খারাপ ভাষা। ' 


২০২১ সাল থেকে ঝামেলা হলেও, এখন অভিযোগ জমা পড়েছে সন্দীপের বাড়ির বেআইনি নির্মাণ নিয়ে আর এখনই নোটিস ধরিয়েছে পুরসভা। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   


আরও পড়ুন: কলকাতায় জরুরি অবতরণ চিনগামী বিমানের! তবুও মৃত্যু অসুস্থ কিশোরীর