কলকাতা : আগে শহর কলকাতায় ট্রাকে ওভারলডিং - এর সমস্যা রুখতে দিয়েছিলেন নিজের হোয়াটসঅ্যাপ নম্বর। করোনার এত সঙ্কট-সময়েও অসচেতন জনতাকে সতর্ক করতে শুরু করলেন তিনি মাস্ক-আপ চ্যালেঞ্জ। মহানাগরিক ফিরহাদ হাকিম সকলকে মাস্ক পরায় উৎসাহ জোগাতে নিলেন এক নতুন উদ্যোগ। জানানো হয়েছে কলকাতা পুরসভার তরফে ট্যুইট করে।
সেখানে লেখা হয়েছে , ' মাননীয় মেয়র শ্রী @FirhadHakim দ্বারা কলকাতা মাস্ক-আপ চ্যালেঞ্জ উপস্থাপন করা হচ্ছে! নাগরিকদের মাস্ক পরে তাদের বন্ধু/পরিবারের ছবি ক্লিক করতে হবে। তাদেরকে #KMCMaskupChallenge হ্যাশট্যাগ ব্যবহার করে অফিসিয়াল ফেসবুক ইভেন্ট পেজে ছবিটি শেয়ার করতে হবে। '
অর্থাৎ সেফলি-প্রেমীরা এবার মাস্ক পরে ছবি তুলবেন বা দল বেঁধে তুলবেন পরিবারের সঙ্গে। আর তা আপলোড করবেন পুরসভার নির্দিষ্ট ফেসবুক ইভেন্ট পেজে। হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে #KMCMaskupChallenge
কলকাতা পুরসভার ফেসবুক পেজটি হল - https://www.facebook.com/KolkataMunicipalCorporation.official
সেরা ১০০ পোস্টকারী পাবেন ভার্চুয়ালি মেয়রের সঙ্গে দেখা হওয়ার সুযোগ।
দেখুন পোস্টটি।
রাজ্যে জারি বিধিনিষেধ, কিন্তু চিন্তা কমল না কোভিড (Covid-19) দাপট নিয়ে। রাজ্যে দৈনিক করোনা (Coronanavirus) সংক্রমণ ১০ হাজারের উপরেই। রাজ্যের স্বাস্থ্য দফতরের (West Bengal Health Deaprtment) মঙ্গলবারের বুলেটিন জানাচ্ছে, আগের ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ১০ হাজার ৪৩০ জন। সংক্রমণের সঙ্গেই গতকালের তুলনায় বাড়ল মৃত্যুর সংখ্যা। রাজ্যে করোনায় একদিনে ৩৪ জনের মৃত্যু।
পরিসংখ্যান যদি দেখা যায়, তাহলে ৪ দিনে রাজ্যে ১৪২ জনের মৃত্যু হয়েছে। গতকালের তুলনায় পরীক্ষা বেশি হয়েছে প্রায় ১৯ হাজার। সংক্রমণ হার কমে ২০ শতাংশের নীচে। সোমবার যদিও রাজ্যে একদিনে করোনা আক্রান্ত একলাফে কমেছিল ৬ হাজার। এদিকে, দৈনিক সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে কলকাতা। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ২ হাজার ২০৫ জন, মৃত্যু ১০ জনের। রাজ্যে সংক্রমণ-মৃত্যুতে দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা। উদ্বেগ বাড়িয়ে সংক্রমণে তৃতীয় স্থানে দক্ষিণ ২৪ পরগনা। ২৪ ঘণ্টায় আক্রান্ত ১ হাজার ৭৬১ জন, মৃত্যু ৭ জনের। একদিনে দক্ষিণ ২৪ পরগনায় আক্রান্ত ৮৮৫ জন। ২৪ ঘণ্টায় দক্ষিণ ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ৩ জনের।