কলকাতা: বিধাননগরে আসার পথে ‘আটক’ বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা। দ্বিতীয় হুগলি সেতুতে বিধায়কের গাড়ি আটকাল পুলিশ।
‘ভোট চলাকালীন বাইরের বিধায়ককে কলকাতায় প্রবেশ নয়। ভোট চলাকালীন বাইরের কোনও জনপ্রতিনিধির প্রবেশ নয়’, নির্বাচন কমিশনের নির্দেশের কথা বলে বিধায়কের গাড়ি আটকায় পুলিশ। প্রতিবাদে টোল ট্যাক্সের কাছেই রাস্তায় অবস্থানে বসে পড়েন বিজেপি বিধায়ক। শেষপর্যন্ত শিবপুর থেকে ডানলপ হয়ে তাঁকে বিধাননগরে ঢোকায় পুলিশ।
এদিকে, সল্টলেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাড়ির সামনে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। বিজেপি বিধায়কদের নিয়ে বৈঠক চলাকালীন শুভেন্দুর বাড়ি ঘিরল পুলিশ। শুভেন্দুর বাড়ি থেকে বিজেপি বিধায়কদের বেরোতে না দেওয়ার অভিযোগ। বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে বিধাননগর পুলিশের বচসা।
অন্যদিকে, এমএলএ হস্টেলের গেটে তালা। ভিতরে আটকে ৮ বিজেপি বিধায়ক। ভোটের কারণে এমএলএ হস্টেলে তালা ঝুলিয়েছে পুলিশ, অভিযোগ বিজেপির। প্রতিবাদে এমএলএ হস্টেলের ভিতরে বিক্ষোভ বিজেপি বিধায়কদের। এ বিষয়ে পুলিশের প্রতিক্রিয়া মেলেনি।
এরই মধ্যে বুথ দখল ও বাম এজেন্টদের বসতে না দেওয়ার অভিযোগে পথ অবরোধ। বাঘাযতীন মোড়ে পথ অবরোধ করেন বাম কর্মী, সমর্থকরা। অবরোধ তুলতে ঘটনাস্থলে পুলিশ।
৪৫ নম্বর ওয়ার্ডে এজি বেঙ্গলের সামনে উত্তেজনা। ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ ভোটারদের। কংগ্রেস প্রার্থী সন্তোষ পাঠকের এজেন্ট অমিতাভ চক্রবর্তীর সঙ্গে বচসা তৃণমূল প্রার্থী শক্তিপ্রতাপ সিংয়ের। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি কংগ্রেস প্রার্থীর এজেন্টের। কংগ্রেস নেতাকে গ্রেফতারির হুঁশিয়ারি পুলিশের।
জোড়াবাগান এলাকায় ২০ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী মুকুন্দ ঝাওয়ারকে মারধর, বিজেপি এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এদিন সকালে আহিরীটোলা বঙ্গ বিদ্যামন্দিরে উত্তেজনা ছড়ায়। জোড়াবাগান থানায় অভিযোগ জানাতে যান বিজেপি প্রার্থী। তৃণমূলের প্রতিক্রিয়া মেলেনি।
৪৫ নম্বর ওয়ার্ডে এজি বেঙ্গলের সামনে উত্তেজনা। ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ ভোটারদের। কংগ্রেস প্রার্থী সন্তোষ পাঠকের এজেন্ট অমিতাভ চক্রবর্তীর সঙ্গে বচসা তৃণমূল প্রার্থী শক্তিপ্রতাপ সিংয়ের। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি কংগ্রেস প্রার্থীর এজেন্টের। কংগ্রেস নেতাকে গ্রেফতারির হুঁশিয়ারি পুলিশের।