কলকাতা: মমতার (Mamata Banerjee) সমাবেশে বক্তব্য রাখার পরপরই কয়লাকাণ্ডে (Coal Scam) অভিষেকের (Abhishek Banerjee) তলব ঘিরে এমনিতেই উত্তাল রাজ্য-রাজনীতি। দুই দফায় জিজ্ঞাসাবাদ করছে। তার উপর এবার রাজ্যের একাধিক দুর্নীতির মামলায় ঘটনায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তলব ঘিরে বিস্ফোরক ইঙ্গিত সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar)।


জেলে গেছে পার্থ-কেষ্ট, বোঝাপড়া থাকলে এরা জেলে যেত না, আজকেই বড় কিছু ঘটতে পারে: সুকান্ত


এদিন সুকান্ত মজুমদার বলেন, 'কোনও বোঝাপড়া নেই, সেটা প্রমাণিতও হয়েছে।  জেলে গেছে পার্থ-কেষ্ট, বোঝাপড়া থাকলে এরা জেলে যেত না। আগামীদিনে আরও কিছু যাবে বলে মনে হচ্ছে। আজকেই বড় কিছু ঘটতে পারে।' প্রসঙ্গত, রাজ্যে এই মুহূর্তে যে তিনটি মামলা বারবার শিরোনামে আসছে, সেগুলি হল এসএসসি দুর্নীতি নিয়োগ মামলা, গরুপাচার মামলা, কয়লাপাচার মামলা। আর  ইতিমধ্যেই এই তিন মামলায় হাইকোর্টের নির্দেশে তদন্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এইমুহূর্তে এসএসসি দুর্নীতি নিয়োগ মামলা এবং গরুপাচার মামলায় গ্রেফতার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং অনুব্রত মণ্ডল। এবং কয়লাপাচার মামলায় অভিষেককে জিজ্ঞাসাবাদ করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। 


আরও 'এটাই হবার ছিল, সবাই মিলে এবার ঝগড়া করে মরবে', অনুপম ইস্যুতে তোপ সৌগত-র


মূলত কয়লাপাচার কাণ্ডে গতবছরও একাধিকবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে তলব করা হয়। পাশাপাশি তলবের তারিখ রাখা হয় তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের জন্য। এদিকে ছোট বাচ্চা নিয়ে দিল্লি যাওয়া সম্ভব নয় বলে মেলও করা হয় রুজিরার তরফে। কেন কলকাতার অফিসে জেরা নয় ? এনিয় প্রশ্ন তুলে দেশের শীর্ষ আদালতে মামলা দায়ের করে অভিষেক। এবং সেই মামলায় সুপ্রিম কোর্ট কলকাতার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতরেই তলবের নির্দেশ দেয়। যদিও একাধিকবার তলবের ইস্যুতে, অভিষেক গতবছর বলেছিলেন, এটা 'রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া আর কিছু নয়।' তবে সুপ্রিম কোর্টের সেই নির্দেশে মেনেই এবার তলব করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।  একদিকে নেত্রীর উপর ভরসা রাখলেও নাম না করে,' অভিযোগ প্রমাণ হলে যাবজ্জীবন কারাদণ্ড হোক', বলেছেন মুখমন্ত্রী।  পার্থ কারো সাপোর্ট না পেলেও, অনুব্রত গ্রেফতারের পর পরেই মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী। তবে অভিষেকের জিজ্ঞাসাবাদ চলাকালীন 'আজকেই বড় কিছু ঘটতে পারে' বলে সুকান্ত-র ইঙ্গিতপূর্ণ মন্তব্য ঘিরে তুমুল জল্পনা। তাহলে আজ কী ঘটতে চলেছে ? প্রশ্নের ঢেউ গোটা বাংলায়।