আবির দত্ত, কলকাতা: ফের কলকাতায় ভুয়ো কল সেন্টারের (Call Center) হদিশ মিলল। লেদার কমপ্লেক্স থানা এলাকার কোচপুকুরে অফিসে খুলে রমরমিয়ে চলছিল লোক ঠকানোর কারবার। ১৬ জনকে গ্রেফতার করেছে লেদার কমপ্লেক্স থানার পুলিশ। কলকাতায় বসেই বিদেশিদের প্রতারণা করা হত বলে পুলিশ সূত্রে খবর। পরিষেবা দেওয়ার নামে UK-র নাগরিকদের ফোন করে টাকা হাতানো হত বলে অভিযোগ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একাধিক ল্যাপটপ, মোবাইল ফোন, নোটবুক ও এটিএম কার্ড। ধৃত ১৬ জনকে আজ আদালতে পেশ করা হবে। 


ভুয়ো কল সেন্টারের হদিশ: শহরে ফের ভুয়ো কল সেন্টারের হদিশ । কলকাতায় (Kolkata) বসে ব্রিটেনের (Britain) বাসিন্দাদের প্রতারণা করার অভিযোগ । লেদার কমপ্লেক্স থানা এলাকা থেকে গ্রেফতার ১৬ । পলাতক কিং পিন। প্রতারণার জাল কতদূর বিস্তৃত, তা খতিয়ে দেখছে পুলিশ । 


গভীর রাতে ভুয়ো ফোন: আপনার কম্পিউটারটি আগের মতো ফাস্ট কাজ করছে না তো? বিশেষ একটি সফটওয়ার ইনস্টল করলেই বাড়বে স্পিড। পুলিশ সূত্রে খবর, কলকাতায় বসে একটি নামী অনলাইন শপিং সাইটের কর্মী বলে পরিচয় দিয়ে ফোন করা হচ্ছে। প্রতারণা করা হচ্ছে বিদেশি নাগরিকদের। গভীর রাতে ভুয়ো কল সেন্টারে হানা দিয়ে ১৬ জনকে গ্রেফতার করল লেদার কমপ্লেক্স থানার পুলিশ ।


পুলিশ সূত্রে খবর, কোচপুকুর (Kochpukur) এলাকায় অফিসে খুলে রমরমিয়ে চলছিল লোক ঠকানোর কারবার । টার্গেট ছিলেন মূলত বিদেশি নাগরিকরা । কলকাতায় (Kolkata) বসেই কম্পিউটারের নতুন সফটওয়ার (Computer Softwere) বিক্রি বা আপডেট করার কথা বলে তাঁদেরকে টোপ দেওয়া হত । তারপর মোটা টাকা আদায় করার পর বন্ধ করে দেওয়া হত যোগাযোগ । 


ব্রিটেনের বেশ কিছু নাগরিককে এভাবে প্রতারণা করা হয়েছে বলে, সস্প্রতি অভিযোগ আসে পুলিশের কাছে। বৃহস্পতিবার গভীর রাতে, অভিযানে নামে লেদার কমপ্লেক্স থানার পুলিশ । গ্রেফতার করা হয়েছে ১৬ জনকে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একাধিক ল্যাপটপ, মোবাইল ফোন, নোটবুক ও এটিএম কার্ড। পুলিশ সূত্রে খবর, এই চক্রের কিং পিন নাসিরুদ্দিন আহমেদ নামে খিদিরপুরের এক বাসিন্দা। তাঁর খোঁজে তল্লাশি চলছে ।  


আরও পড়ুন: Dilip Ghosh: 'চুরিও করছে, নেতাদের বাঁচাতে বিক্ষোভও', আবাসে দুর্নীতি ইস্যুতে মন্তব্য দিলীপের