রঞ্জিত সাউ, কলকাতা: ব্যাঙ্কের ম্যানেজার (fake bank manager) পরিচয় দিয়ে প্রতিবেশীর থেকে কয়েক কোটি টাকা প্রতারণার (fraud) অভিযোগ উঠল। ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ।
ঠিক কী ঘটেছিল?
পুলিশ সূত্রে খবর, সল্টলেকের এফ ই (FE) ব্লকের বাসিন্দা আশি বছর বয়সী রবীন্দ্রনাথ সাহা। তিনি বিধাননগর দক্ষিণ থানায় এসে অভিযোগ জানান প্রতিবেশীর বিরুদ্ধে। তিনি জানান যে তাঁর প্রতিবেশী সৌগত মিশ্র, নিজেকে ব্যাঙ্কের ম্যানেজার হিসেবে পরিচয় দিত।
ওই ব্যক্তি বৃদ্ধকে বারবার ব্যাঙ্কের কাজে সহযোগিতা করার জন্য প্রতিশ্রুতিও দিতেন। তাই তাঁকে ভরসা করে দীর্ঘ দিন ধরেই তাকে দিয়ে ব্যাঙ্কের টাকা লেনদেন করতেন রবীন্দ্রনাথ বাবু। এমনকী 'বিশ্বস্ত' ব্যক্তি হওয়ায় তাঁকে ব্ল্যাঙ্ক চেক সই করে দিয়ে দিতেন, টাকার অঙ্ক না লিখে।
তবে বেশ কিছুদিন আগে বৃদ্ধ একদিন তাঁর ব্যাঙ্কের পাস বই ওই প্রতিবেশীর কাছে চাইলে তিনি দিতে অস্বীকার করেন। পরে বৃদ্ধ ব্যাঙ্কে গিয়ে জানতে পারেন দীর্ঘদিন ধরে বারবার তার অ্যাকাউন্ট থেকে বড় অঙ্কের টাকা তুলে নিয়েছেন ওই প্রতিবেশী। মোট ৩ কোটিরও বেশি টাকা হাতিয়ে নিয়েছেন অভিযুক্ত। এরপরই বিধাননগর দক্ষিণ থানার দারস্থ হন ওই বৃদ্ধ।
অন্যদিকে লেকটাউনের বাঙুর এলাকায় একজন জমির মালিকের সই নকল করে ভুয়ো কাগজ তৈরি করে বিক্রি করার নামে সেল এগ্রিমেন্ট কাগজ দেখায়। এর পরেই ৪০ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।
অবশেষে বৃদ্ধের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত সৌগত মিশ্রকে গ্রেফতার করে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। আজ অভিযুক্তকে বিধাননগর আদালতে তোলা হবে। পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে বলে পুলিশ সূত্রে খবর। নেপথ্যে কোনও চক্র কাজ করছে কিনা খতিয়ে দেখছে পুলিশ।