বিজেন্দ্র সিংহ, ব্রতদীপ ভট্টাচার্য ও আবীর দত্ত, কলকাতা : বঙ্গ রাজনীতিতে চমকের শেষ নেই। প্রথমে বিধানসভায় রক্তারক্তি ! আর এবার নজিরবিহীন আরও একটি বিষয় নিয়ে বিজেপি (BJP) ও তৃণমূলের (TMC) মধ্যে তরজা । তরজার বিষয় হল, বিজেপি বিধায়ক মনোজ টিগ্গার ( Manoj Tigga ) পাঁজরের হাড় ভেঙেছে কি না? তৃণমূল সাংসদ তথা চিকিৎসক শান্তনু সেনের (Santanu Sen) দাবি, বিজেপি বিধায়ক মনোজ টিগ্গার পাঁজরের হাড় ভাঙেনি।
তৃণমূল কংগ্রেস চিকিৎসক-সাংসদ শান্তনু সেনের দাবি, ' আমি রেডিওলজিস্ট, আমি প্লেট দেখেছি, কোথাও কোনও ভাঙা নেই, কয়েকজনের সঙ্গে কলসাল্ট করেছি, তারাও বলেছে কোনও ভাঙা নেই। অসিত মজুমদারের চোট লেগেছে, তার পাল্টা বিজেপি এই মিথ্যের বেসাতি করেছে।'
পাল্টা বিজেপির সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী এবং পেশায় চিকিৎসক সুভাষ সরকারের দাবি, বিজেপি বিধায়ক মনোজ টিগ্গার পাঁজরের হাড়ে হেয়ার লাইন ফ্র্যাকচার রয়েছে। চিকিৎসক ও সাংসদ সুভাষ সরকারের দাবি, ' সিক্সথ রিবে হেয়ার লাইন ফ্র্যাকচার রয়েছে, স্বাভাবিক পদ্ধতিতে হেয়ার লাইন ফ্র্যাকচার হলে, ২৪ ঘণ্টা আবজারেশনে রাখা উচিত।'
আরও পড়ুন :
Rampurhat Murder : বাইরে দিকে জানলা কেন ছিল না ঘরে? মৃত্যুভয় চেপে বসেছিল ভাদু শেখের?
বিধানসভায় হাতাহাতির পর মনোজ টিগ্গাকে প্রথমে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছিল। রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য অ্যাপোলোর একটি কেস রেকর্ড ট্যুইট করেছেন। যেখানে লেখা রয়েছে, মনোজ টিগ্গার পাঁজরের হাড়ে চিড় রয়েছে।
বিধানসভার মুখ্য সচেতক মনোজ টিগ্গার দাবি, ' অ্যাপোলো থেকে ভাঙার কথা বলেছিল। শান্তনু তো তৃণমূল করে, তাই এরকম বলবে। মালদার এক বিধায়ক ঘুষি মেরেছেন। '
সোমবার বিধানসভায় ধুন্ধুমারে নাক দিয়ে রক্ত বেরোয় তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের। এদিন, SSKM হাসপাতালের উডবার্ন ব্লক থেকে ছাড়া হয় অসিত মজুমদারকে। আপাতত, তাঁকে বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিজেপি বিধায়ক মনোজ টিগ্গাকে মঙ্গলবার AIIMS-এ ভর্তি করার জন্য দিল্লি নিয়ে যাওয়া হয়।