কলকাতা: এবার রাজারহাটের আকাঙ্খা মোড়ের কাছে গাড়ি থেকে উদ্ধার প্রায় ৫ কোটি টাকা। সেই সঙ্গে গ্রেফতার গাড়ির চালক-সহ ২ ব্যক্তি। গতকাল নারায়ণপুর-ইকোপার্কের সংযোগস্থলে আকাঙ্খা মোড়ের কাছে আটক গাড়ি। বীরভূম থেকে গাড়িটি আসছিল বলে অনুমান তদন্তকারীদের। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান করা হয়। 

Continues below advertisement

বেঙ্গল STF সূত্রে খবর, তাতেই ১টি গাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রায় ৫ কোটি টাকা। গতকাল বিকেলে স্করপিও গাড়িটি উদ্ধার হয়। প্রায় ৫ কোটি উদ্ধার। চালক এবং সঙ্গীকে ধরা হয়েছিল।

বেঙ্গল STF-এর তরফে জানানো হয়েছে, রবিবার বিকেলে নারায়ণপুর থানার অন্তর্গত বারোমাথার মোড়ে গাড়িতে তল্লাশি চালানো হয়। সাদা রঙের একটি স্করপিও গাড়িতে তল্লাশি চালাতেই উদ্ধার হয় একাধিক ব্যাগ। তাতে ছিল প্রায় ৫ কোটি টাকা। বেঙ্গল STF এবং নারায়ণপুর থানার যৌথ অভিযানে গ্রেফতার হয়েছে গাড়ির চালক ও তাঁর সঙ্গী।

Continues below advertisement

ধৃতরা হলেন, আক্রম খান, ইমরান খান। সোমবার তাঁদের ব্য়ারাকপুর মহকুমা আদালতে তোলা হলে ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। বাজেয়াপ্ত করা হয় স্করপিও গাড়িটি।

এদিকে কলকাতার বুকে এমন বিপুল পরিমাণ অর্থ উদ্ধারের ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কোথা থেকে এল এত টাকা? কোথায় বা নিয়ে যাওয়া হচ্ছিল সেসব? এখন সেই প্রশ্নেরই উত্তর খুঁজছে পুলিশ। 

কিছুদিন আগে নিয়োগ দুর্নীতি মামলায়, কলকাতার তারাতলায় এক ব্যবসায়ীর অফিসে বিপুল অঙ্কের টাকার হদিশ পাওয়া গিয়েছিল। ED সূত্রে খবর, তারাতলায় রেডিয়েন্ট এন্টারপ্রাইজ নামে এই অফিসে এখনও পর্যন্ত পাওয়া গেছে প্রায় দেড় কোটি। আরও বাড়তে পারে টাকার পরিমাণ, চলছে টাকা গোনার কাজ। পুর নিয়োগ দুর্নীতি মামলায়, তদন্ত করতে গিয়ে একাধিক সূত্র পাওয়া গেছিল আগেই। সেই সূত্র ধরেই তারাতলার এই ব্যবসায়ীর বাড়ি ও অফিসে হানা দেয় ED. সেই থেকে চলছে টাকা গোনার কাজ। সূত্রের খবর, এই বিপুল অঙ্কের টাকার হিসেব এখনও পর্যন্ত পাওয়া যায়নি। 

এর আগে পানশালার আড়ালে নারী পাচার? ইডি হানায় উদ্ধার ১ কোটি ১ লক্ষ টাকা। বাজেয়াপ্ত হয়েছিল ২টি বিলাসবহুল গাড়ি, নথিপত্র ও ডিজিটাল তথ্যপ্রমাণ। একটি ল্যান্ড রোভার ও একটি জাগুয়ার গাড়ি বাজেয়াপ্ত, বিবৃতি ইডির। একযোগে ৭ জায়গায় অভিযান চালায় ইডি। সল্টলেকের ব্যবসায়ী জগজিৎ সিংহ সহ ৩ ব্যবসায়ীর বাড়িতে হানা। বাড়ি ছাড়াও অফিস, পানশালা-সহ একাধিক ঠিকানায় তল্লাশি। ব্যবসায়ী ঘনিষ্ঠ এক ইঞ্জিনিয়ারের নাগেরবাজারের ফ্ল্যাটেও অভিযান চলে।