কলকাতা : আবারও আগুন অ্যাক্রোপলিস মলে । ঠিক পাঁচ মাস আগে এই মলের ফুড কোর্টে আগুন লাগে। আতঙ্ক ছড়ায়। তারপর কয়েকদিন মল বন্ধও রাখা হয়েছিল। এরপর মাত্র মাস পাঁচেকের মধ্যেই আবারও মলে আগুন। এবারও উৎসস্থল ফুডকোর্ট।
কসবার অ্যাক্রোপলিস মলে বেলা পৌনে ১১টা নাগাদ আগুন লাগে। মলের চারতলায় ফুড কোর্টের একটি কাউন্টার থেকে আগুন ছড়ায় । আতঙ্কিত হয়ে হুড়োহুড়ি করে বেরোনোর চেষ্টা করেন ফুড কোর্টের কর্মীরা। ওই বহুতলেই রয়েছে বিভিন্ন সংস্থার অফিস। আতঙ্ক ছড়ায় সেখানেই।
সূত্রের খবর, ৫ মাস আগের ঘটনা থেকে শিক্ষা নিয়ে এখন অনেক বেশি পারদর্শী মলের অগ্নিনির্বাপণ ব্যবস্থা। সেখানকার অগ্নিনির্বাপণ যন্ত্র দিয়েই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা হয়। মলের একদিক বন্ধ করে দেওয়া হয়েছে।
এর আগে ১৪ জুন, অ্যাক্রোপলিস মলে আগুন লাগে। শহরের অভিজাত এলাকার এই ঝাঁ চকচকে ২১ তলা ইমারতের অগ্নিনির্বাপক ব্যবস্থা ও সুরক্ষা নিয়ে ওঠে একাধিক প্রশ্ন। সেবারও ফুড কোর্ট থেকেই আগুন লাগে। পুড়ে যাওয়া অংশ সিল করে দেওয়া হয়। ৪৯ দিন বদ্ধ ছিল মল। সেবার আগুন নেভাতে সাহায্য লেগেছিল ১৫ টি দমকলের ইঞ্জিন ও হাইড্রলিক ল্যাডারের। কাচ ভেঙে আগুন নেভাতে হয় দমকল কর্মীদের। বারবার আগুন লাগায় এই মলের অগ্নি সুরক্ষা নিয়ে প্রশ্ন ওঠে স্বাভাবিকভাবেই।
মলের তরফে কর্পোরেট জেনারেল ম্যানেজার শুভদীপ বসু জানান, সকাল ১০.৪০ মিনিটে অ্যাক্রোপলিস মলের ওয়াও মোমো কাউন্টারে খাবার ভাজার সরঞ্জাম থেকে আগুন লাগে। ঘটনাটি একেবারেই ছোটখাটো । মলের ফায়ার এক্সপার্ট টিম তৎপরতার সঙ্গে অগ্নি নির্বাপক যন্ত্র ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনার কিছুক্ষণ পর থেকে পরিস্থিতি আবার স্বাভাবিক হয়েছে। ক্রেতাদের নিশ্চিন্ত করে মল কর্তৃপক্ষের দাবি, চিন্তার কারণ নেই, মল একদম নিরাপদ। কর্পোরেট জেনারেল ম্যানেজার শুভদীপ বসু জানান, 'অ্যাক্রোপলিস মলে সুপ্রশিক্ষিত এবং দক্ষ ইন-হাউস টিম করেছে। তারা যথেষ্ট তৎপর। যে কোনও সময় মলের নিরাপত্তা সুনিশ্চিত করতে তারা প্রস্তুত'।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন :