শিবাশিস মৌলিক, কলকাতা: সিঁড়িতে রাখা রাবিশের বস্তা, লোহার রড। অ্যাক্রোপলিস মলে (Acropolis Mall Fire) আগুন লাগার সময়, প্রাণে বাঁচতে গিয়ে এইভাবেই বাধার মুখে পড়লেন বহুতলের কর্মীরা। ফের প্রশ্নের মুখে পড়ল সুরক্ষা।  


অগ্নিকাণ্ডে ফের প্রশ্নের মুখে সুরক্ষা: কলকাতার বুকে অভিজাত এলাকায় ২১ তলার ইমারত। শপিং মল থেকে রেস্তোরাঁ, অফিস, কী নেই! প্রত্যেক দিন শয়ে শয়ে মানুষের আনাগোনা। কিন্তু, এতগুলো মানুষের প্রাণ নিয়ে কি এতদিন ছিনিমিনি খেলা হচ্ছিল? শুক্রবারের অগ্নিকাণ্ড সেই প্রশ্নটাই তুলে দিল। প্রশ্ন তুলে দিল বেশ কিছু ছবি। কোনও বহুতলে আগুন লাগলে প্রথমেই লিফট বন্ধ করে দেওয়া হয়। ব্যবহার করতে বলা হয় সিঁড়ি। ঠিক সেই নিয়ম মেনেই এদিন উপরতলা থেকে নীচের দিকে নেমে আসছিলেন সবাই। কিন্তু, সেখানেও পদে পদে বাধা। সিঁড়ি পুরোপুরি ফাঁকা থাকার কথা, কিন্তু সেখানে সিড়ির এক পাশে বোঝাই করে রাখা আছে রাবিশের বস্তার স্তূপ।  শুধু বস্তা নয়, রাখা আছে লোহার রড, বাঁশ, কাঠ। যে কারণে আগুন লাগার পর উপরতলা থেকে নামতে প্রচণ্ড অসুবিধার মুখে পড়েন অনেকেই।


অ্যাক্রোপলিস মলের এক অফিসের কর্মী বলেন, "অনেকক্ষণ ধরে ফায়ার অ্যালার্ম বাজছিল। তারপর আমাদের বলা হল যে বেরিয়ে যেতে। আমরা তখন আস্তে আস্তে বেরতে শুরু করলাম। সিড়ি দিয়ে আমরা নামলাম সবাই। অনেক বাধা ছিল, সিড়ি ফাঁকা ছিল না। মানে অনেককিছু সিড়িতে রাখা ছিল, যার জন্য অনেক সমস্যা হয়েছে আমাদের, অনেক সমস্যা হয়েছে।'' এবিষয়ে অ্যাক্রোপলিস মলের কর্পোরেট কমিউনিকেশনের ভাইস প্রেসিডেন্ট সর্বাণী ভট্টাচার্য বলেন, "আমরা সেরকম কিছু এখনও দেখতে পাইনি। আমরা যখন নেমেছি, সেরকম কিছু ছিল না। তবে আপনি যেহেতু বলছেন, সেহেতু আমরা নিশ্চয়ই দেখব বিষয়টি।''

স্টিফেন কোর্ট থেকে, আমরি, নন্দরাম মার্কেট থেকে পূর্ব রেলের দফতর। কলকাতার বুকে ভয়ঙ্কর সব অগ্নিকাণ্ডে প্রাণ গেছে বহু। প্রত্যেকবারই প্রশ্ন ওঠে বহুতলের সুরক্ষাব্যবস্থা নিয়ে। আগুন নেভাতে আসে দমকলের ১৫টি ইঞ্জিন এবং একটি ল্যাডার। শপিং মলের ডানদিক থেকে ল্যাডারটি ঢোকানো হয়। কিন্তু, সেখানে একটি গাড়ি দাঁড়িয়ে থাকায় এগোতে পারছিল না ল্যাডারটি। যে কারণে দীর্ঘক্ষণ কাজে লাগানো যায়নি এই ল্য়াডার। শেষমেশ ঠেলে গাড়ি সরানোর পর, কাজ শুরু করে ল্যাডার।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Bird Flu: শ্বাসকষ্টজনিত সমস্যা মেটেনি বার্ড ফ্লু আক্রান্ত শিশুর, দাবি পরিবারের