শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: লাগাম পরানো যাচ্ছে না ভোট পরবর্তী সন্ত্রাসে (Post Poll Violence 2024)। কোচবিহারে একের পর এক বিজেপি কর্মীর বাড়িতে হামলার ঘটনা ঘটছে। কোথাও বাড়ি ভাঙচুর, কোথাও আবার অন্তঃসত্ত্বা স্ত্রীর পেটে লাথি মারার অভিযোগ।


বিশদ...
এই রাজ্যে ভোট মানেই তার আগে-পরে অশান্তি, সংঘর্ষ ও রক্তপাতের চেনা ছবি। লোকসভা ভোটেও তার ব্যতিক্রম দেখা গেল না। এবার কোচবিহারে বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। গেরুয়া শিবিরের স্থানীয় নেতাদের অভিযোগ, ভোটের ফলপ্রকাশের পর থেকেই তৃণমূলের হুমকির ভয়ে বাড়িছাড়া ছিলেন।  গত কাল, বিজেপির এক স্থানীয় অঞ্চল সাধারণ সম্পাদকের বাড়িতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা চড়াও হয় বলে অভিযোগ। তাঁর বাড়িও ভাঙচুর করা হয় বলে দাবি। এখানেই শেষ নয়। অভিযোগ, ওই নেতার ছয় মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীর পেটে লাথিও মারা হয়েছিল। গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ তাঁকে দেখতে যান স্থানীয় বিজেপি নেতারা। তাঁদের বক্তব্য, তৃণমূলের পঞ্চায়েত সদস্য এবং স্থানীয় দুষ্কৃতীরা চড়াও হয়েছিল বিজেপির স্থানীয় অঞ্চল সাধারণ সম্পাদকের বাড়িতে।  এই ঘটনায় ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। দিনহাটা থানায় অভিযোগ দায়ের করেছে বলে বিজেপি সূত্রে খবর। তৃণমূল অবশ্য সমস্ত অভিযোগই অস্বীকার করেছে।  এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি। এর পাশাপাশি, তুফানগঞ্জেও বিজেপি নেতাকে মারের অভিযোগ ওঠে। ভাঙচুর করা হয় বাইকও, এমনও অভিযোগ রয়েছে। এই ঘটনাতেও তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ এনেছে বিজেপি। সব অভিযোগই অস্বীকার করেছে শাসকদল।


অশান্তি ...
দিনদুয়েক আগেও ভোট-পরবর্তী হিংসার জেরে শিরোনামে এসেছিল কোচবিহার। শুধু তাই নয়, পাল্লা দিয়ে চলে দলবদলও। সে সবের মধ্যে মাথাভাঙায় আক্রান্ত বিজেপি নেতার বাড়িতে যান তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক ও জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন। আক্রান্ত রাজা সাহা বিজেপির মাথাভাঙা শহর মণ্ডলের কোষাধ্যক্ষ। অভিযোগ, ভোটের ফল ঘোষণার পরেই তাঁর বাড়িতে হামলা চালায় তৃণমূলের লোকজন। মারধরও করা হয়। মাথাভাঙা থানায় অভিযোগ দায়ের করেন বিজেপি নেতা। গতকাল বিজেপি নেতার বাড়িতে গিয়ে পাশে থাকার বার্তা দেয় তৃণমূল জেলা নেতৃত্ব। দলের নাম ভাঙিয়ে যারা এই কাজ করছে, অভিযোগ পেলে ব্য়বস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন তৃণমূল জেলা সভাপতি। পুরোটাই লোক দেখানো, প্রতিক্রিয়া বিজেপির। 


আরও পড়ুন:'কে কাঠিবাজি করেছে প্রমাণ দিন', ভোটে হারতেই দিলীপকে নিশানা দিন্দার